শনিবার, ১৫ মার্চ ২০২৫ ।। ১ চৈত্র ১৪৩১ ।। ১৫ রমজান ১৪৪৬


হাসান আল মাহমুদ-এর লিমেরিক ছড়া ‘তাওবা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তোমার ইবাদাতে থাকি যেন মাশগুল
তোমার প্রেমে যেন হই সদা ব্যাকুল
এ ছাড়া আর কোনো পথে
কোনো মতে
মাড়াই না যেন ভুল।

তাওবা আমার তুমি করো কবুল।।
ক্ষমা করো প্রভু আমার যত ভুল।।

ভুলে ভুলে ভরা আমার এই জীবন
ভালো কিছুর তেমন নেই আয়োজন 
এভাবে কত আর
চলবে ভুলের কার
দিতে হবে আর কত মাশুল।

তাওবা আমার তুমি করো কবুল।।
ক্ষমা করো প্রভু আমার যত ভুল।।

পাপের বোঝায় নত আমার মাথা
নেকীর আমলনামায় শূন্য খাতা
কিয়ামতের দিনে
তোমার করুণা বিনে
পাবো না পার এক চুল।

তাওবা আমার তুমি করো কবুল।।
ক্ষমা করো প্রভু আমার যত ভুল।।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ