শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ।। ৩০ কার্তিক ১৪৩১ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সংষ্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন: মুফতী ফয়জুল করীম আজারবাইজান থেকে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার পরিচালিত নারায়ণগঞ্জ ক্যাম্পাসের ভর্তি কার্যক্রম শুরু ৪৯ দিনে কোরআন হিফজ করা বিস্ময় শিশু হাবিবুরকে ছাত্র মজলিসের সংবর্ধনা কাল বাংলাদেশে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী, জেনে নিন সফরসূচি আলেমদের রাজনীতি আল্লাহর নবীদের রাষ্ট্রীয় উত্তরাধিকার: মাওলানা ফজলুর রহমান হেফাজতে ইসলাম পিরোজপুর জেলা শাখা কমিটি গঠিত বাংলাদেশে দূতাবাস খোলার আশ্বাস আজারবাইজানের প্রেসিডেন্টের অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত: ড. ইউনূস সাতকাছেমিয়া মাদরাসায় তিন দিনব্যাপী সম্মেলন আগামীকাল থেকে শুরু

কাঁচা মরিচ ছাড়া তরকারি রান্না করবেন কিভাবে ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কাঁচা মরিচ ছাড়া রান্নার কথা চিন্তাই করা যায় না। কিন্তু বর্তমানে নানা অজুহাতে দেশে কাঁচা মরিচের দাম বাড়ছে। আর কাঁচা মরিচের এই উর্ধ্বগতির কারণে রান্না করার জন্য কাঁচা মরিচ ছাড়া রান্নার কিছু পদ্ধতি নিম্নে দেওয়া হলো। চলুন, জেনে নেওয়া যাক কাঁচা মরিচ ছাড়াও সুস্বাদু রান্না করা সম্ভব। 

মসলা ও সুগন্ধি

মরিচের গুঁড়ো : শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এটি রান্নায় ঝালের স্বাদ যোগ করবে।

মিষ্টি মরিচ পাউডার : ঝাল না চাইলে পাপ্রিকা বা মিষ্টি মরিচ পাউডার ব্যবহার করতে পারেন।

মশলা মিশ্রণ : গরম মসলা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ, আদা, রসুন ইত্যাদি ব্যবহার করে রান্নার স্বাদ বাড়ানো যায়।

সুগন্ধি পাতা ও শাকসবজি

ধনেপাতা : ধনেপাতা কেটে রান্নার শেষে দিয়ে দিতে পারেন। এতে সুগন্ধ ও স্বাদ বাড়বে।

কারিপাতা : কারিপাতা দিয়ে রান্নায় ভিন্ন স্বাদ ও সুগন্ধ যুক্ত করতে পারেন।

মেথি পাতা : মেথি পাতা ব্যবহার করে রান্নায় ভিন্ন স্বাদ আনতে পারেন।

ফল ও অন্যান্য উপাদান

টমেটো : টমেটো ব্যবহার করে রান্নায় টক-মিষ্টি স্বাদ আনতে পারেন।

লেবুর রস : লেবুর রস দিয়ে খাবারে টক স্বাদ আনা যায়।

আনারস : কিছু কিছু রেসিপিতে আনারস ব্যবহার করে মিষ্টি স্বাদ যোগ করা যায়।

বিকল্প ঝালের উৎস

পেঁয়াজ ও রসুন : পেঁয়াজ ও রসুন দিয়ে রান্নায় মজাদার ঝাল স্বাদ আনা যায়।

আদা : আদার ব্যবহার রান্নায় সুগন্ধ ও স্বাদ বাড়াতে সাহায্য করে।

সরিষা বাটা : সরিষা বাটা বা সরিষার তেল ব্যবহার করে ঝাল স্বাদ আনা যায়।

 এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ