শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ।। ৩০ কার্তিক ১৪৩১ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সংষ্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন: মুফতী ফয়জুল করীম আজারবাইজান থেকে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার পরিচালিত নারায়ণগঞ্জ ক্যাম্পাসের ভর্তি কার্যক্রম শুরু ৪৯ দিনে কোরআন হিফজ করা বিস্ময় শিশু হাবিবুরকে ছাত্র মজলিসের সংবর্ধনা কাল বাংলাদেশে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী, জেনে নিন সফরসূচি আলেমদের রাজনীতি আল্লাহর নবীদের রাষ্ট্রীয় উত্তরাধিকার: মাওলানা ফজলুর রহমান হেফাজতে ইসলাম পিরোজপুর জেলা শাখা কমিটি গঠিত বাংলাদেশে দূতাবাস খোলার আশ্বাস আজারবাইজানের প্রেসিডেন্টের অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত: ড. ইউনূস সাতকাছেমিয়া মাদরাসায় তিন দিনব্যাপী সম্মেলন আগামীকাল থেকে শুরু

বাড়ি ভাড়া নেওয়ার আগে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকায় এখন আতঙ্ক বাসা খোঁজা। মনঃপূত বাসা হলে ভাড়া থাকে বেশি। আর ভাড়া ঠিক হলে দেখা দেয় অন্য সমস্যা। ঢাকায় কোনো বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। যেমন: 

বাসার অবস্থান দেখে নিন

বাসা ভাড়া নেয়ার আগে অবশ্যই যে বাসা বা অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে চান তার অবস্থান সচেতনভাবে দেখে নেবেন। আবাসিক এলাকার বাইরে শিল্প প্রতিষ্ঠান কিংবা ফ্যাক্টরির কাছাকাছি কখনোই বাসা ভাড়া নেয়া উচিত নয়। অনেক আবাসিক এলাকাতে এক ভবনের সঙ্গে অন্য ভবন গায়ে গায়ে লাগানো থাকে। যা সামান্য দুর্ঘটনার ক্ষেত্রেও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এছাড়াও নতুন বাসাটি আপনার অফিস এবং আপনার সন্তানদের স্কুলের কাছাকাছি কিনা তা ভালোভাবে দেখে নিন।

প্রতিবেশীর সম্পর্কে জানুন

আপনার বাসার আশপাশে থাকা প্রতিবেশীদের সঙ্গে পরিচিত হন এবং সুসম্পর্ক গড়ে তুলুন। কারণ বিপদাপদে তাদেরকেই সবার আগে আপনার দরকার হবে।

চুক্তি করুন
এই চলটি আগে ছিল বেশি। এখন প্রায় উঠে গেছে। তবে এখনও অনেক বাড়িওয়ালা চুক্তি করেন। এটি তাদের সদিচ্ছার অংশ। এই চুক্তিতে দুই পক্ষেরই সমঝোতার বিষয়গুলো থাকবে। চুক্তিনামায় দুইপক্ষের সই এবং অবশ্যই দুইটি কপি করবেন। একটি কপি রাখবেন আপনার কাছে। 

নিরাপত্তা দেখুন
এটি অবশ্য আগে করা উচিত। বাড়ির নিরাপত্তার বিষয়টি চুক্তিনামার আলোচনার সময় স্পষ্ট হবে। 

রশিদে ভাড়া
ভাড়ার রশিদ যেন প্রতি মাসে দেওয়া হয় এবং আপনার কাছে একট ডায়রিতে আদায়ের স্বাক্ষর গ্রহণ করুন। যদি বিদ্যুৎ ও গ্যাসের কার্ড থাকে তা নিয়ে নিন এবং সে অনুযায়ী বিল দিন। 

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ