বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

শ্রমিকদের বিক্ষোভের মুখে নবীজিকে কটূক্তিকারী বিধান বাবু আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর তেজগাঁও এলাকায় কোহিনুর কেমিক্যাল কোম্পানির সুপারভাইজার বিধান বাবুর বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ সা. সম্পর্কে কটূক্তির অভিযোগ উঠেছে। তার বিচার দাবিতে কয়েক ঘণ্টা বিক্ষোভ করেছেন ওই কারখানার শ্রমিকরা। 

অবশেষে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা এবং দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত আটটার দিকে কারখানাটির ভেতর থেকে পুলিশ ও সেনাবাহিনী তাকে নিয়ে বের হয়। 

বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, দুপুর দুইটার দিকে কারখানাটির এক শ্রমিক বিধান বাবুর কাছে নামাজের জন্য অনুমতি নিতে যান। এ সময় তিনি মহানবীকে নিয়ে কটূক্তি করেন। পরে শ্রমিকরা এর প্রতিবাদ জানান। কর্মকর্তাদের কাছে তার বিচার দাবি করেন। 

পরে দুপুর ২টা থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেলে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ছুটে আসেন। তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও বারবার ব্যর্থ হন। 

এক পর্যায়ে সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, বিধান বাবুকে আইনের আওতায় আনার জন্য কর্তৃপক্ষ সহযোগিতা করছে৷ পরে বিকেল সোয়া চারটায় পুলিশের একটি পিকআপ ভ্যান তাকে আটক করতে ভেতরে প্রবেশ করে। কিন্তু বাইরে উত্তেজিত জনতার কারণে তাকে বের করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী৷ 

পরে রাত সাড়ে সাতটার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। রাত আটটার দিকে বিধান বাবুকে পুলিশি হেফাজতে নেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়। 

পুলিশের তেজগাঁও জোনের ডিসি বলেন, আমরা তাকে পুলিশ হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে মামলা হবে। তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ