|| মুহিউদ্দীন মাআয ||
আতর বা সুরমা ব্যবহার করা সুন্নত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করতেন। এতে আমাদের দেহ-মন প্রফুল্ল থাকে। আতরের ঘ্রাণ যেমন নিজের ভেতর সতেজতা এনে দেয় তেমনই চারোপাশে প্রশান্তিময় আভা ছড়াতে থাকে।
চোখে সুরমা ব্যবহার করলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। এছাড়া খাঁটি সুরমা ব্যবহারে চোখের নানা ধরণের উপকার হয় বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।
রোজা অবস্থায় আতর-সুরমা ব্যবহার করা যাবে কি না এ নিয়ে দ্বিধায় পড়েন অনেকে। এক্ষেত্রে শরীয়তের বিধান হলো— রোজা অবস্থায় আতর-সুরমা ব্যবহারে কোনো সমস্যা নেই। (রদ্দুল মুহতার ২/৩৯৫) (ফাতওয়া কাজিখান ১/২০৮)
এমএম/