রবিবার, ০৯ মার্চ ২০২৫ ।। ২৪ ফাল্গুন ১৪৩১ ।। ৯ রমজান ১৪৪৬


রমজানের প্রস্তুতি কিভাবে নেবো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| তাওহীদ আদনান ইয়াকুব ||

রমজান মাস অত্যসন্ন। এ মাস কুরআন নাজিলের মাস। এ মাস মহান আল্লাহর পক্ষ থেকে এক অফুরন্ত রহমতের মাস। এই মাসে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পাওয়া যায়। তাই রমজানের আগমনের পূর্বেই আমাদের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা উচিত, যাতে এই পবিত্র মাসকে সর্বোত্তমভাবে কাজে লাগানো যায়।

আত্মিক প্রস্তুতি

রমজান শুধু সিয়ামের (রোজা) মাস নয়, বরং এটি আত্মশুদ্ধির এক সুবর্ণ সুযোগ। তাই এ মাসের আগেই আমাদের অন্তরকে প্রস্তুত করতে হবে।
•    তওবা ও ইস্তিগফার: নিজের পাপ ও ভুলভ্রান্তির জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা।
•    নিয়ত ও দুআ: রমজানকে সর্বোচ্চ উপায়ে কাজে লাগানোর জন্য আল্লাহর সাহায্য চাওয়া।
•    কুরআন অধ্যয়ন: রমজানে অধিক পরিমাণে কুরআন পড়তে ও বুঝতে হলে এখন থেকেই তা অভ্যাসে পরিণত করা।
শারীরিক প্রস্তুতি
রমজানে দীর্ঘ সময় রোজা রাখার জন্য আমাদের শরীরেরও প্রস্তুতি প্রয়োজন।
•    খাদ্যাভ্যাস পরিবর্তন: ধীরে ধীরে খাবারের সময় ও পরিমাণ নিয়ন্ত্রণ করা, যেন রমজানে হঠাৎ পরিবর্তনে কষ্ট না হয়।
•    রাত জাগার অভ্যাস: তারাবিহ ও তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য এখন থেকেই রাত জাগার অভ্যাস করা।
•    সুস্থতা নিশ্চিত করা: যদি কোনো শারীরিক সমস্যা থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

মানসিক প্রস্তুতি

রমজান মানে শুধু উপবাস থাকা নয়, বরং এটি ধৈর্য, সংযম এবং আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা।
•    মন্দ অভ্যাস ত্যাগ: গিবত, মিথ্যা কথা, অশ্লীলতা ইত্যাদি থেকে দূরে থাকার অনুশীলন করা।
•    সময় ব্যবস্থাপনা: অযথা সময় নষ্ট না করে ইবাদত, জ্ঞানার্জন ও নেক আমলের পরিকল্পনা করা।
•    ইবাদতের পরিকল্পনা: কোন সময় কীভাবে ইবাদত করবেন, তা পরিকল্পনা করে রাখা।

অর্থনৈতিক প্রস্তুতি

রমজানে সাদাকা ও জাকাতের গুরুত্ব অপরিসীম। তাই এখন থেকেই এ বিষয়ে পরিকল্পনা করা দরকার।
•    জাকাত হিসাব: যাদের উপর জাকাত ফরজ, তারা রমজানের আগেই হিসাব করে রাখা।
•    সদকা ও ইনফাক: গরিব-দুঃখীদের সহায়তা করতে ইচ্ছা থাকলে এখন থেকেই বাজেট নির্ধারণ করা।
•    খরচ কমানো: অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ইবাদত ও দানের জন্য বেশি সঞ্চয় করা।

পারিবারিক ও সামাজিক প্রস্তুতি

রমজানের সঠিক পরিবেশ নিশ্চিত করার জন্য পরিবারের সবার প্রস্তুতি জরুরি।
•    পরিবারের সঙ্গে আলোচনা: রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করা এবং সবাইকে প্রস্তুত করা।
•    ইফতার ও সেহরির পরিকল্পনা: স্বাস্থ্যসম্মত ও সহজ ইফতার ও সেহরির ব্যবস্থা করা।
•    সমাজের প্রতি দায়িত্ব: প্রতিবেশী, আত্মীয়স্বজন ও দরিদ্রদের সাহায্য করার জন্য প্রস্তুতি নেওয়া।

রমজান এক মহান নিয়ামত, যা আমাদের জীবন বদলে দেওয়ার এক সুবর্ণ সুযোগ। এই মাসকে সর্বোত্তমভাবে কাজে লাগাতে হলে আগে থেকেই পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক। আল্লাহ যেন আমাদের সকলকে এ মাসের বরকত লাভের জন্য এ থেকেই প্রস্তুতি গ্রহণের তাওফীক দান করেন। আমীন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ