|| মুহিউদ্দীন মাআয ||
সময়ের পালাবদলে অনলাইন এখন মানুষের নিত্যদিনের সঙ্গী। সমাজের সর্বস্তরের মানুষ দিন দিন ব্যাপকহারে অনলাইনমুখি হচ্ছে। শিক্ষা-সংস্কৃতি,ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে নানাধরণের কাজ সমাধা করছে বিশ্ববাসী। এই কারণে অনলাইন এখন লোক-সমাগমের বিরাট একটি প্লাটফর্ম।
রাত-দিন ইউজারের ব্যাপক উপস্থিতি থাকায় অনলাইন এখন শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের আগ্রহের কেন্দ্রবিন্দু। তাদের বিজ্ঞাপনগুলো মুহুর্তেই পৌঁছে যাচ্ছে হাজারো মানুষের কাছে।
এ বিষয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অনেকে জানতে চান, আনলাইনে বিভিন্ন সাইটে বিজ্ঞাপন দেওয়া বৈধ কিনা?
এক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো, যদি পণ্য হালাল হয়, এবং বিজ্ঞাপন দেওয়ার পন্থাও হালাল হয়, তাহলে বিজ্ঞাপন দেওয় বৈধ। আর যদি কোন একটি হারাম বা অবৈধ হয়, অর্থাৎ পণ্য বা পন্থা অবৈধ হয় তাহলে বিজ্ঞাপন সাইটে বিনিয়োগ করা বৈধ হবে না। (ফতওয়ায়ে হিন্দিয়া, খণ্ড-৪; পৃষ্ঠা-৪৫০)
বিজ্ঞাপণ অবশ্যই সত্য হতে হবে। কোনো ধরণের মিথ্যা,ধোঁকাবাজি বা প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। এবং সাইটে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে লেনদেনের চুক্তি শরীয়ত মোতাবেক হতে হবে।
এমএইচ/