সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ।। ২৫ কার্তিক ১৪৩১ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উপদেষ্টাদের দপ্তর বদল, কে পেলেন কোনটি আলওয়াসি হজ্ব গ্রুপ মিট আপ ১৬ নভেম্বর, যেভাবে করবেন রেজিস্ট্রেশন শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ‘জুলাই গণহত্যার দ্রুত বিচার কার্যকরের দাবিতে সুস্পষ্ট রূপরেখা প্রণয়নের আহ্বান’ শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা খেলাফত মজলিস নিউইয়র্ক শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা চূড়ান্ত করতে গণবিজ্ঞপ্তি শায়খ আহমাদুল্লাহকে একুশে পদক প্রদানের প্রস্তাব কেন, জানালেন মুফতি এনায়েতুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চে মাওলানা রফিকুল ইসলাম মাদানী সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

দান-সদকায় বালামুসিবত দূরীভূত হয়, পাপ মুছে যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতী মোহাম্মদ এনামুল হাসান ||

মুমিন মুসলমানদের জন্য সময় অত্যন্ত দামী ও মহা মূল্যবান। মুমিনের প্রতিটি মুহুর্তই নেকি আহরণের মুহূর্ত। নেক কাজের জন্য অধিক সওয়াব অর্জনে সময়কে সঠিকভাবে কাজে লাগানো প্রয়োজন।

মুমিন মুসলমানদের জন্য অন্যান্য এবাদতের পাশাপাশি দান-সদকাহ ও এক গুরুত্বপূর্ণ এবাদত। দান-সদকাহ দ্বারা সকল বিপদাপদ দূর হয়ে যায়। রাসুল সা. ছিলেন বড়ই  দানশীল। তিনি অধিকপরিমাণে দান-খয়রাত করতেন।

রাসুল সা. এমনিতেই সর্বাধিক দানকারী ছিলেন। রাসুল সা. অধিকতর দান করতেন।

হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে এক হাদিসে এসেছে— রাসুল সা. বলেন, ‘দান-সদকাহ দ্বারা সম্পদ কমে না বরং আল্লাহ তায়ালা তা বাড়িয়ে দেন।’

যারা আল্লাহর রাস্তায় নিজের অর্থ সম্পদ দান করে তাদের দানের উদাহরণ হলো একটি বীজের মতো। যা থেকে সাতটি শিষ বা ছড়া জন্মায়। প্রত্যেকটি ছড়ায় একশত করে দানা থাকে। আল্লাহতায়ালা যাকে ইচ্ছা আরো বেশি দান করেন, আল্লাহ অতি দানশীল ও সর্বজ্ঞ। -সুরা বাকারাহ: ১৬১

দান সদকাহ দ্বারা গুনাহ মাফ হয়। দান সদকাহ দ্বারা বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। বর্তমানবন্যা সহ বিভিন্ন বিপদাপদ আমাদের ঘিরে রেখেছে। একেরপর এক বালামুসিবত ধেয়ে আসছে। তাই আমাদের এর থেকে মুক্তি পেতে দান সদকাহ একটি গুরুত্বপূর্ণ কার্যকর ভূমিকা রাখতে পারে।

আসুন! দান সদকাহ দ্বারা আমরা আমাদের আল্লাহকে সন্তুষ্ট করি। বিপদাপদ থেকে উদ্ধার হয়।

লেখক: পরিচালক, ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসা ব্রাক্ষণবাড়ীয়া।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ