শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

এনজিও অফিসে চাকরির টাকা কী বৈধ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রশ্ন : আমি একটি এনজি অফিসে চাকরি করি। আমার কাজ হলো আমি মানুষকে টাকা ঋণ দেই ও ঋণ দেয়া পরিমান টাকা থেকে কিছু বেশী আদায় করি। যেমন কাউকে ১০০০/-টাকা ঋণ দিলে তার কাছ থেকে কিস্তির মাধ্যমে ১১০০০/- টাকা আদায় করি। এ কাজের বিনিময় আমাকে অফিস থেকে ১৫০০০/- টাকা বেতন দেওয়া হয়। আমার প্রশ্ন হল, এ বেতন ও এই ধরনের চাকরি কি বৈধ? এ টাকা দিয়ে জীবন ধারণ করে ইবাদত করলে তা কি গ্রহণযোগ্য হবে?

উত্তর : আপনি যে কর্ম করেন তা  সুদের মধ্যে গন্য। আর সুদ হচ্ছে জঘন্যতম হারাম। তাই এ পদে চাকরি করা জায়েয হবে না এবং এর বেতন ভোগ করাও নাজায়েয। অতএব যত দ্রুত সম্ভব আপনাকে উপার্জনের কোনো বৈধ পন্থা খুঁজে বের করতে হবে এবং আল্লাহ তাআলার দরবারে তওবা-ইস্তিগফার করতে হবে। সূরা বাকারা : ২৭৫। তিরমিযী শরীফ ১২০৬। সহীহ বুখারী ২৭৬৬।  ; আলবাহরুর রায়েক৬/১৩৬।

এমআই/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ