সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৪ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


দক্ষিণ কোরিয়ায় একসঙ্গে ইসলামের ছায়াতলে ১৭ তরুণ-তরুণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বজুড়েই ইসলামের প্রসার ঘটছে। ইসলামে দীক্ষিত হওয়ার প্রবণতা বাড়ছে দক্ষিণ কোরিয়াতেও। দেশটিতে একসঙ্গে ১৭ জন তরুণ-তরুণী ইসলাম গ্রহণ করেছেন।

আল জাজিরার খবরে বলা হয়, গত ১ মার্চ পবিত্র রমজানের প্রথম দিন দেশটির রাজধানী সিউলের একটি মসজিদে কালেমা শাহাদা পড়ে ইসলাম গ্রহণ করেন তাঁরা।

গত ৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করে কোরিয়া মুসলিম ফেডারেশন।

ভিডিওর বর্ণনা অনুসারে, এক মাস আগে শুরু হওয়া ইসলামি আইনশাস্ত্র শিক্ষা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর নতুন ইসলাম ধর্ম গ্রহণকারীদের জন্য সিউল সেন্ট্রাল মসজিদে গত শনিবার ‘শাহাদা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কোরিয়ান মুসলিম ফেডারেশন প্রতি মাসে ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী বা মুসলিম হতে আগ্রহী তাদের জন্য মাসব্যাপী একটি কোর্স পরিচালন করে। এই কোর্স সম্পন্ন করে তারা ইসলাম গ্রহণ করে থাকেন।

এনআরএন/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ