সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


দখলদার ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৫২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

লেবাননের পূর্বাঞ্চলে দখলদার ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত হয়েছেন। শুক্রবার এ হামলা চালানো হয় বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এই হামলার জন্য ইসরায়েলি সেনাবাহিনী বাসিন্দাদের সরে যাওয়ার কোনো সতর্কতা জারি করেনি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বালবেক-হারমেল অঞ্চলে শুক্রবারের হামলায় ৫২ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জন আমহাজ গ্রামে নিহত হয়েছেন। এছাড়া ইউনিনে নয়জন এবং বেদনায়েলে আটজন নিহত হয়েছেন।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে দখলদার ইসরায়েলি হামলায় অন্তত দুই হাজার আটশ ৯৭ জন নিহত এবং ১৩ হাজার ১৫০ জন আহত হয়েছেন।

সূত্র: এএফপি

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ