শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ায় শিক্ষার্থীদের মারধরের ঘটনায় গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যাম্পাসে নামাজ আদায়ে আপত্তি তুলে পাঁচ শিক্ষার্থীর ওপর হামলা চালানো হয়েছিল। এতে পাঁচ বিদেশী শিক্ষার্থী গুরুতর জখম হওয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উজবেকিস্তান, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা থেকে আসা পাঁচ আন্তর্জাতিক শিক্ষার্থী যখন নামাজ পড়ছিলেন, তখন বাইরের জনতা বিক্ষোভ দেখায় এবং ধর্মীয় স্লোগান দেয়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ব্লক এ হোস্টেলে। সেখানে বিদেশী শিক্ষার্থীরা থাকেন। সামাজিক যোগাযোগ-মাধ্যমে শেয়ার করা বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, একদল লোক হোস্টেলে ঢুকে পাথর ছুঁড়ছে এবং বাইক ভাঙচুর করছে।

জোন-৭ এর ডেপুটি পুলিশ কমিশনার তরুণ দুগ্গাল জানান, আহমেদাবাদের দুই বাসিন্দা হিতেশ মেওয়াদা এবং ভরত প্যাটেলকে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে।

ডিসিপি বলেন, হামলায় শ্রীলঙ্কার একজন ও তাজিকিস্তানের দুই বিদেশী শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাদের এসভিপি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হিন্দুস্তান টাইমসকে দুই বিদেশি শিক্ষার্থী জানান, প্রাথমিকভাবে পাঁচজন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলেও প্রাথমিক চিকিৎসার শেষে তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে।

দুগ্গল জানান, অভিযুক্ত দুই হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গুজরাট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, ক্যাম্পাসে বিদেশী শিক্ষার্থীরা তারাবি পড়ছিল, তখনই ঘটনাটি ঘটে। শিক্ষার্থীরা কক্ষের বাইরে নামাজ পড়ছিল, যা যথেষ্ট বড় ছিল না। তাছাড়া ক্যাম্পাসে কোনো মসজিদ নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা গুজরাট সরকারের সাথে যোগাযোগ রাখছে এবং যারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে।

গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি রোববার বিকেলে গুজরাট পুলিশের ডিজি এবং ক্রাইম ব্রাঞ্চের যুগ্ম পুলিশ কমিশনার-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক ডেকেছেন। গুজরাট বিশ্ববিদ্যালয়ের বিসি নীরজা গুপ্তাকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এদিকে, হায়দরাবাদের সাংসদ এবং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এই ঘটনার সমালোচনা করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করেছেন।

শনিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে ওই পাঁচ শিক্ষার্থীর ওপর হামলা করা হয়। সূত্র : হিন্দুস্তান টাইমস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ