শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ফিলি’স্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পদক্ষেপ নেওয়ার ঘোষণা স্পেন প্রধানমন্ত্রীর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ছবি: এপি।

গাজার প্রতি সমর্থন জানিয়ে বিরল পদক্ষেপ নিচ্ছে স্পেন। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য পার্লামেন্টে বিল উত্থাপনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

রোববার (১০ মার্চ) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় দেশগুলোরও এমন পদক্ষেপ নেয়া উচিৎ বলে দলীয় সমাবেশে মন্তব্য করেন সানচেজ। ফিলিস্তিনিদের অধিকারের প্রতি বরাবরই সোচ্চার স্পেন। গাজায় ইসরায়েলি চলমান আগ্রাসনের শুরু থেকেও সরব দেশটির সরকার। তেল আবিবের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করেন বেশ কয়েকবার।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ইউক্রেন ও গাজার প্রতি বরাবর স্প্যানিশ সরকারের সমর্থন রয়েছে। আন্তর্জাতিক আইনের প্রতি রাশিয়া ও ইসরায়েলের শ্রদ্ধাশীল হওয়া উচিৎ। আমরা চাই, গাজায় সহিংসতা বন্ধ, দুই রাষ্ট্রের স্বীকৃতি এবং উপত্যকায় মানবিক সহায়তা নিশ্চিত হোক। আইনসভার অধিবেশনে আমি বিষয়টি উত্থাপন করবো। ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার প্রস্তাব তুলবো।

এর আগে, গত অক্টোবরের শেষে গাজায় সহিংসতা ইস্যুতে ইসরায়েলের সমালোচনা করে কূটনৈতিক টানাপোড়নে জড়ায় মাদ্রিদ। স্প্যানিশ রাষ্ট্রদূতকে তলবের পাশাপাশি মাদ্রিদ থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে তেল আবিব।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ