শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

এবার অ্যান্টার্কটিকা নিজেদের বলে দাবি ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এবার অ্যান্টার্কটিকা মহাদেশকে নিজেদের সম্পত্তি বলে দাবি করেছে ইরান। এক সাক্ষাৎকারে এই দাবি জানিয়েছেন দেশটির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি ।

সাক্ষাৎকারে শাহরাম ইরানি বলেছেন, ‘দক্ষিণ মেরুতে আমাদের সম্পত্তিগত অধিকার রয়েছে। অ্যান্টার্কটিকা আমাদের। সেখানে ইরানের পতাকা উত্তোলন এবং বৈজ্ঞানিক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা আমাদের রয়েছে।’

সাক্ষাৎকারটি শাহরাম ইরানি দিয়েছিলেন গত সেপ্টেম্বরের শেষ দিকে। ইরানের একটি টেলিভিশন চ্যানেলে সেটি প্রচারিতও হয়েছিল। তবে সেসময় সাক্ষাৎকারটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর নজর এড়িয়ে গিয়েছিল।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে সেটি প্রচারিত হয়েছে। তারপর থেকেই এই আলোচনা শুরু হয়েছে পশ্চিমা রাজনীতি ও সংবাদমাধ্যমগুলোতে।

দীর্ঘদিন ইরানের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ৬০০ কোটি ডলার ফ্রিজ করে রেখেছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি সেই স্থগিতাবস্থা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যেই পশ্চিমা সংবাদমাধ্যমে ফাঁস হলো ইরানের নৌবাহিনী প্রধানের এই সাক্ষাৎকার।

ফক্স টেলিভিশনে এই সাক্ষাৎকারটি প্রচার হওয়ার পর থেকে পশ্চিমা সংবাদমাধ্যমগুলোতে আলোচনা শুরু হয়েছে যে, এই ৬০০ কোটি ডলারের তহবিল ইরান অ্যান্টার্কটিকায় ঘাঁটি স্থাপন বাবদ ব্যয় করবে কি না।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, অভ্যন্তরীণ মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন খাতে এই অর্থ ব্যয় করা হবে— কেবল এই শর্তে এ তহবিলের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। যদি অন্য কোনো খাতে এই অর্থ ব্যয় করা হয়, সেক্ষেত্রে ফের ফ্রিজ করা হবে ৬০০ কোটি ডলারের এই তহবিলটি।

সূত্র : ফক্স নিউজ, জিও নিউজ

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ