শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতের বিদ্যুৎ বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ জয়পুরহাটে ১৫৫ মণ সরকারি চাল সহ আটক দুই তাপপ্রবাহ নিয়ে নতুন সংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর

মার্কিন–ব্রিটিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত হুথিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

লোহিত সাগর উত্তেজনার পরিপ্রেক্ষিতে কঠোর সিদ্ধান্ত নিল ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী।

দেশটিতে কর্মরত জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার যেসব কর্মীদের যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে নাগরিকত্ব রয়েছে, তাদের ইয়েমেন ত্যাগের নির্দেশ দিয়েছে হুথি বিদ্রোহীরা। এ জন্য তাদের এক মাসের সময় দেওয়া হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এরই মধ্যে এ ব্যাপারে হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার কর্তৃপক্ষ ইয়েমেনে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে একটি চিঠি দেওয়া হয়েছে।

গত ২০ জানুয়ারি পাঠানো ওই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে।

চিঠিতে হুথি বিদ্রোহীরা জানিয়েছে, এক মাসের মধ্যে ইয়েমেনে কর্মরত জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার মার্কিন–ব্রিটিশ কর্মীদের চলে যেতে হবে।
ইয়েমেনে জাতিসংঘ পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় করেন পিটার হকিন্স। তিনি নিজেও ব্রিটেনের নাগরিক।

উল্লেখ্য, গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইরান–সমর্থিত হুথি বিদ্রোহীরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে তাদের ওপর যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

পরপর্তীতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সংশ্লিষ্ট জাহাজকেও লক্ষ্যবস্তু বানানোর ঘোষণা দেয় হুথিরা। এমনকি মার্কিন জাহাজে সরাসরি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে পশ্চিমাদের উদ্বেগের আরও বেড়ে যায়। এ অবস্থায় ইয়েমেনে

একাধিকবার হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই উত্তেজনার অংশ হিসেবেই ইয়েমেনে কর্মরত জাতিসংঘের মার্কিন–ব্রিটিশ কর্মীদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিল হুথিরা। সূত্র: স্কাই নিউজ, দ্য টেলিগ্রাফ, আরব নিউজ, সিনহুয়া, টাইমস অব ইসরায়েল

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ