শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

সিরিয়া থেকে ইসরায়েলে পাঠানো হলো বিস্ফোরক-বোঝাই ড্রোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

সিরিয়া থেকে ইসরায়েলে পাঠানো হয়েছে বিস্ফোরক-বোঝাই ড্রোন। ইসরায়েলি কর্তৃপক্ষ এ দাবি করেছে।

বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ‘সিরিয়া থেকে আসা একটি বিস্ফোরক-বোঝাই মনুষ্যবিহীন বিমান (ড্রোন) ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে বিধ্বস্ত হয়েছে।’

এ গণমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলের ওপর হামাসের ৭ অক্টোবরের অভিযানের পর - গাজা উপত্যকায় বর্তমান সংঘাত শুরু হয়। এরপর এই প্রথম সিরিয়া থেকে বিস্ফোরক-বোঝাই ড্রোন পাঠানো হলো।

ড্রোনটি বিধ্বস্ত হওয়ার ফলে ইসরায়েল-অধিকৃত এলাকায় একটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে,  ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির  দক্ষিণ অংশে ড্রোনটি খুঁজে পেয়েছে।

গোলান মালভূমির কাছে ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার রাজি মুসাভিকে হত্যার পর পাল্টা হামলা হবে বলে মনে করছে ইসরায়েল।

অপরদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার রাজধানীর দামেস্কে ইসরায়েল যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আইআরজিসি’র শীর্ষ পর্যায়ের কমান্ডার ও উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভিকে হত্যা করেছে তার বদলা - ইসরায়েলের মৃত্যু ছাড়া আর কোনো কিছুতেই হবে না।

রাজধানী তেহরানের ইমাম হোসাইন স্কয়ারে জেনারেল মুসাভির নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন আইআরজিসি-এর প্রধান।

গত সোমবার দামেস্কের সাইয়্যেদা জায়নাব এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের সেনারা জেনারেল মুসাভিকে হত্যা করে। 

সাইয়্যেদ মুসাভির মৃত্যুর ঘটনা উল্লেখ করে জেনারেল সালামি বলেন, “আমাদের লোকজনের হত্যার ঘটনায় আমরা কখনই চুপ থাকবো না। সাইয়্যেদ রাজি হত্যার প্রতিশোধ নেওয়া হবে এবং ইসরায়েল বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে।”

জেনারেল মুসাভিকে প্রতিরোধ ফ্রন্টের অন্যতম প্রধান অভিজ্ঞ ও কার্যকর কমান্ডার বলেও উল্লেখ করেন জেনারেল সালামি। আইআরজিসি প্রধান বলেন, জেনারেল মুসাভি গত ৪৫ বছরে কখনও জিহাদের ময়দান ছেড়ে যাননি। 

তিনি লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির ঘনিষ্ঠ সহচর ছিলেন এবং সুলাইমানির হত্যার পর তিনি তার মতাদর্শে একইভাবে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। জেনারেল সালামি বলেন, “আমাদের চেয়ে শত্রুরাই তাকে বেশি চিনতো। কারণ, তারা তার কাছ থেকে বহুবার বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে।”

সূত্র : আনাদোলু এজেন্সি, প্রেস টিভি

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ