বুধবার, ১২ মার্চ ২০২৫ ।। ২৭ ফাল্গুন ১৪৩১ ।। ১২ রমজান ১৪৪৬


নাইজেরিয়ায় হামলায় ১৬ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ প্লাটোতে এক হামলার ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। রবিবার নাইজেরীয় সেনাবাহিনীকে উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।


প্লাটোতে প্রায়ই পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এবারের ঘটনাটি ঘটেছে স্থানীয় মুশু গ্রামে। এ বিষয়ে নাইজেরীয় সেনাবাহিনীর মন্তব্য চাওয়া হলে তাত্ক্ষণিকভাবে তারা সাড়া দেয়নি। নাইজেরিয়ার ‘মধ্য বলয়’ নামে পরিচিত অঞ্চলটির অন্যতম রাজ্য প্লাটো। অঞ্চলটিতে বেশ কয়েকটি নৃ-গোষ্ঠীর বসবাস। তারা বিভিন্ন ধর্মের অনুসারী। এখানে গত কয়েক বছর ধরে চলা জাতিগত ও সাম্প্রদায়িক হানাহানিতে কয়েক শ মানুষের মৃত্যু হয়েছে।


চলতি বছরের মে মাসে এখানে কৃষকদের সঙ্গে পশুপালকদের সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছিল। এই সংঘর্ষের ঘটনাগুলোকে অনেক সময়ই মুসলিম পশুপালক ও প্রধানত খ্রিষ্টান কৃষকদের মধ্যে সংঘটিত জাতি-ধর্মীয় সংঘাত বলে চিহ্নিত করা হয়। কিন্তু জলবায়ু পরিবর্তন ও কৃষির সম্প্রসারণ এসব সংঘাতের অন্যতম মূল কারণ।

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ