শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

১২৮১টি মাদরাসাকে স্কুলে পরিণত করল আসাম সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ও প্রধানমন্ত্রী মোদি, ছবি : সংগৃহীত

১২৮১টি মাদরাসাকে স্কুলে পরিণত করেছে উগ্র হিন্দুত্ববাদী নেতা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আসাম শিক্ষামন্ত্রী রানোজ প্যাগুর এস্ক একাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়। 

এতে বলা হয়, আসাম মাধ্যমিক শিক্ষা বোর্ডের (এসইবিএ) অধীনস্থ সরকারি ও প্রাদেশিক সকল মাদরাসাকে জেনারেল স্কুলে রূপান্তরিত করার অংশ হিসেবে আসাম স্কুল শিক্ষা বিভাগ আজ ১,২৮১টি মাদরাসার নাম পরিবর্তন করে মিডল ইংলিশ স্কুল (এমই) এ নামকরণ করেছে।

রাজ্য সরকারের অনুমোদনের ফলে কার্যত এখন থেকেই মাদরাসারগুলোকে এমই স্কুল হিসেবে বিবেচনা করা হবে। তবে সর্বত্র এমই স্কুল হিসেবে পরিচিত করে তুলতে বিভিন্ন পদক্ষেপের প্রয়োজন, যা অতিদ্রুত গ্রহণ করা হবে বলে জানায় আসাম মাধ্যমিক শিক্ষা বোর্ড।

এছাড়া গত মার্চে কর্ণাটকের এক র‍্যালিতে আসামের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দম্ভভরে বলেছিলেন যে, তার সরকার ইতিমধ্যে রাজ্যের ৬০০টি মাদরাসা বন্ধ করে দিয়েছে। ঘোষণা দিয়েছিলেন, বাকি মাদরাসাগুলোকেও বন্ধ করে দেওয়া হবে।

৬০০টি মাদরাসা বন্ধ ও মাদরাসাকে ইসলাম ধর্মচর্চা কেন্দ্র হিসেবে তুচ্ছতাচ্ছিল্য থেকেই বিশ্ব শর্মার আসাম সরকারের ইসলাম বিদ্বেষ স্পষ্ট হয়ে যায় যে, প্রকৃতপক্ষে মাদরাসা শিক্ষাব্যবস্থা নিশ্চিহ্ন করে দিতেই রাজ্য সরকার মাদরাসাগুলোকে স্কুলে রূপান্তর করছে।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন, 'আমাদের মাদ্রাসা দরকার নেই। আমাদের ইঞ্জিনিয়ার এবং ডাক্তার প্রয়োজন। তাই নতুন ভারতে মাদ্রাসার বদলে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় দরকার'। ২০২০ সালে অসম সরকার জানিয়েছিল, যে স্কুলগুলিতে মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় সেগুলির খরচ বহন করে সরকার। সরকার কোনও বিশেষ সম্প্রদায়ের জন্য আলাদা করে আর খরচ বহন করবে না।

উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারিতে উগ্র হিন্দুত্ববাদী আসামের প্রাদেশিক সরকার কর্তৃক একটি বিল পাশ রাজ্য সরকার পরিচালিত মাদরাসাগুলোকে স্কুলে রূপান্তরের দুয়ার খুলে দেয়। যার প্রভাব প্রাইভেট মাদরাসা ব্যতীত মাদরাসা বোর্ডের অধীনে থাকা রাজ্যের সকল মাদরাসা ও আরবি কলেজগুলোতে পড়ে।

সূত্র: মুসলিম মিরর

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ