বুধবার, ১২ মার্চ ২০২৫ ।। ২৭ ফাল্গুন ১৪৩১ ।। ১২ রমজান ১৪৪৬

শিরোনাম :
জিকির ও আত্মশুদ্ধি উভয়টাই করতে হবে : মাওলানা আবু সাবের আব্দুল্লাহ লাখো রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই ‘শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের মৌলিক মানবাধিকার’ বাংলাদেশী রেমিটেন্সযোদ্ধাদের সম্মানে কাতার সরকারের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে মহাখালীর সাততলা বস্তিতে তারাবি নিয়ে ১০ হাফেজের অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির

কোনো মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি হয়নি তা প্রমাণিত হয়েছে: আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভারতের বৃহত্তম মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানি বলেছেন, তিনি কয়েক দশক আগে ঘোষণা করেছিলেন যে বাবরি মসজিদ কোনও মন্দিরের ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়নি এবং তার কথা শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়েছিল।

গতকাল (বৃহস্পতিবার) উত্তর প্রদেশের রাজধানী লক্ষনৌয়ে জমিয়তের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।

মাওলানা আরশাদ মাদানি বলেন, 'আমরা অযোধ্যায় বাবরি মসজিদের জন্য দীর্ঘ আদালতের লড়াই লড়েছি। আসলে আমরা এই যুদ্ধে জিতেছি। আদালত বলেননি যে এই মসজিদটি কোনও মন্দিরের উপরে নির্মিত। বিপুল সংখ্যক মানুষের ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে তারা সম্পত্তি অন্য পক্ষের কাছে হস্তান্তর করেছিলেন।

মাওলানা মাদানি বলেন, ‘আমরা আদালতকে বলেছিলাম যে, যদি কোনো ধর্মের মন্দিরের ধ্বংসাবশেষের উপর কোনো প্রার্থনার স্থান তৈরি করা হয়, তাহলে সেখানে নামাজ পড়া যায় না। এর অনুমতি নেই। এটা প্রমাণিতও হয়েছে যে বাবরি মসজিদ কোনো মন্দির ভেঙে তৈরি হয়নি। এখানেই আমরা জয়ী।

মাওলানা মাদানি আরও বলেন, 'আমরা সহনশীল মানুষ এবং স্বাধীনতা সংগ্রামে আমাদের অসাধারণ অংশগ্রহণের জন্য পরিচিত। আজও, আমরা সেই প্রকৃত জাতীয়তাবাদীদের মধ্যে আছি যারা উন্নত ভারত গড়ার কাজে নিয়োজিত।’  

দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি মুসলমানদের সংযমের সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন।

হিন্দুত্ববাদীদের কথিত 'লাভ জিহাদ' প্রসঙ্গ উল্লেখ করে মাওলানা মাদানি বলেন, তিনি এই শব্দটি ৮০ বছর ধরে শোনেননি এবং এটি সেসব লোকদের উদ্ভাবিত একটি শব্দ যারা দেশের মধ্যে বিদ্বেষ তৈরি করতে চায়। 

আমরা মুসলমানদেরকে তাদের মেয়েদের জন্য যতটা সম্ভব আলাদা স্কুল খুলতে বলি, যাতে 'লাভ জিহাদের' অভিযোগ করে তাদের মেয়েদের প্রতি অন্যায় করার চেষ্টা করা থেকে লোকদেরকে বিরত রাখা যায় বলেও মন্তব্য করেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানি।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ