সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

ইউক্রেনের চেয়ে ইসরায়েলকে সহায়তা করা বেশি জরুরি: মার্কিন স্পিকার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের চেয়ে ইসরায়েলকে সাহায্য করা বেশি জরুরি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন।

তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহে মার্কিন কংগ্রেসমেনরা ইসরায়েলকে সহযোগিতা করার বিষয়ে একটি বিলের ওপর ভোটাভুটিতে অংশ নেবেন। এ বিলে ইউক্রেনকে সহযোগিতা দেওয়া বিলম্ব করার অনুরোধ জানানো হবে।

রবিবার রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত ফক্স নিউজ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জনসন বলেন, হামাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ মুহূর্তে ইসরায়েলের পাশে থাকা বেশি জরুরি। সেজন্য ইউক্রেনকে সহযোগিতা দেওয়া কিছুটা বিলম্বিত করে ইসরায়েলকে সহায়তা পাঠানো হবে। এ বিষয়ে প্রতিনিধি পরিষদের সদস্যরা চলতি সপ্তাহে একটি প্রস্তাবের ওপর ভোটাভুটিতে অংশ নেবেন।


তিনি বলেন, সিনেটে রিপাবলিক দলের সদস্যরা একই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন। তবে ইউক্রেনের জন্য নতুন করে কবে অর্থ সহায়তা দেওয়ার জন্য প্রতিনিধি পরিষদে প্রস্তাব আনা হবে সে সম্পর্কে মাইক জনসন কিছু জানাননি।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যৌথভাবে ইসরায়েল এবং ইউক্রেনকে জরুরিভিত্তিতে সহায়তা করার জন্য ১০ হাজার ৬০০ কোটি ডলারের এটি বিল পাসের অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, এই অর্থ সহায়তার ব্যাপারে আলাদা করে বিল পাসের প্রয়োজন নেই।

এর আগে চলতি মাসের প্রথম দিকে বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য ছয় হাজার ১৪০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাসের প্রস্তাব করেছিল। এছাড়া, ইসরায়েলের জন্য এক হাজার ৪৩০ কোটি ডলার সহায়তার প্রস্তাব করেন। পাশাপাশি ইসরায়েল ও ইউক্রেনের জন্য মানবিক সহায়তা হিসেবে ৯২০ কোটি ডলারের একটি প্যাকেজ প্রস্তাব করেন।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এর আগে মার্কিন সরকার ৪ দফায় ইউক্রেনকে ১১ হাজার ৩০০ কোটি ডলার দিয়েছে। এ অবস্থায় বিরোধী রিপাবলিকান দল ইউক্রেনের জন্য আর সাহায্য বাড়াতে চাইছে না।

সূত্র: এনবিসি নিউজ,

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ