হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সহিংসতার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রস্তাব পাস হয়নি।
সোমবার (১৬ অক্টোবর) নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে রাশিয়ার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে চারটি দেশ।
যুক্তরাষ্ট্রসহ চার দেশের ভোট পড়েছে বিপক্ষে। আর ভোটদানে বিরত ছিল ছয়টি দেশ।
এদিকে রুশ প্রস্তাব বাতিল হলেও ব্রাজিলের পক্ষ থেকে এ সংক্রান্ত আরেকটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হতে পারে।
এ বিষয়ে জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, গাজায় ইসরাইলের বিমান হামলায় প্রতি ঘণ্টায় ১২ জন নিহত হচ্ছে। ইসরায়েলকে প্রতিহত করা নিরাপত্তা পরিষদের নৈতিক দায়িত্ব।
টিএ/