বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শনিবার মতিঝিলের জামিয়া দ্বীনিয়া শামসুল উলুমে বয়ান করবেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা জুলাই গণহত্যার ১০০তম দিন: টিএসসিতে শহীদ পরিবারের আর্তনাদ দ্বীনিয়াতের প্রধান মাওলানা সালমানের জন্য দোয়া চাইলো পরিবার রংপুরে জুম্মাপাড়া মাদরাসার ২ দিন ব্যাপী তাফসির মাহফিল আগামীকাল ন্যায়পরায়ণ-আল্লাহভীরু শাসক ছাড়া শান্তির আশা করা যায় না: চরমোনাই পীর সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীআহ চেয়ারম্যান হলেন মাওলানা মাহফজুল হক সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল আসছেন না মাওলানা সাদ; আগের নিয়মেই চলবে কাকরাইল ও ইজতেমার মাঠ কাল বাদ ফজর বসুন্ধরা মারকাজে বয়ান করবেন মাওলানা ইলিয়াস গুম্মান

প্রধানমন্ত্রী মোদি ভারতকে হিন্দু রাষ্ট্র তৈরি করতে চাচ্ছেন: ওয়াইসি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

মোদি সরকারের ‘এক দেশ এক নির্বাচন’ নামের পরিকল্পনার কড়া সমালোচনা করলেন ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ‘এক দেশ, এক নির্বাচন’ অসম্ভব। 

ওয়াইসি বলেন, ‘অভিজ্ঞতামূলক তথ্যে প্রকাশ- যদি কেন্দ্র ও রাজ্যে একসঙ্গে নির্বাচন হয় তাহলে ৭৭ শতাংশ মানুষ একটি দলকেই ভোট দেবেন। তারা এতে পার্থক্য কিছু করবেন না। জাতীয় দলগুলোর রিসোর্স পার্সন বেশি হবে। সুষম প্রতিযোগিতামূলক ক্ষেত্র হবে না। এটা আসলে সম্পূর্ণ হিন্দুত্ববাদী মতাদর্শকে কার্যকর করার প্রচেষ্টা এবং দেশকে হিন্দু রাষ্ট্র তৈরি করার প্রচেষ্টা। এজন্য প্রধানমন্ত্রী বার বার ‘এক দেশ, এক নির্বাচন’-এর কথা বলছেন।’ 

মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদ উদ্দিন ওয়াইসি 'এক দেশ-এক নির্বাচন' সংক্রান্ত কোনো বিল আনা হলে তা অসাংবিধানিক হবে বলে মন্তব্য করেছেন।

প্রসঙ্গত,  ২৮টি রাজ্য এবং ১৩০ কোটি মানুষের দেশ ভারত। বিশাল ভৌগোলিক আয়তন এবং বিপুল জনসংখ্যার দেশটিতে একযোগে বিধানসভা ও লোকসভা নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। ‘এক দেশ এক নির্বাচন’ নামের এই পরিকল্পনার সম্ভব্যতা যাচাইয়ে এরই মধ্যে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। 

নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি করেছে দেশটির সরকার। কমিটির নেতৃত্ব দেবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একযোগে লোকসভা, বিধানসভা, পৌরসভা ও পঞ্চায়েত নির্বাচন করার বিষয়টি খতিয়ে দেখতে এবং এ নিয়ে নিজেদের সুপারিশ জানাতে গত শনিবার আট সদস্যের একটি কমিটি করে সরকার।

এমআর/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ