বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষায় ১৪৪৬ হিজরী শিক্ষাবর্ষেও জামিআ রাব্বানিয়া আরাবিয়া ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে।
এবছর জামিআ রাব্বানিয়া থেকে মেধা তালিকায় স্থান পেয়েছে ১৯৮ জন। কিতাব বিভাগে ২৫৮ জন পরীক্ষার্থীর মাঝে মেধাতালিকায় ১৮৮ জন। অর্থাৎ শতকরা ৭২.৮৬ জন মেধা তালিকায় রয়েছে।
তন্মধ্যে ইবতিদাইয়ায় ২য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম স্থান;
মুতাওয়াসসিতায় ৫ম, ৯ম ও ১০ম স্থান;
সানাবিয়ায় ২য়, ৩য়, ৮ম ও ৯ম ও ১০ম স্থান এবং
ফযিলতে ৫ম ও ৯ম স্থান এই জামিআর অর্জন।
- ইবতিদাইয়ায় পরীক্ষার্থী: ৯৬। মেধা তালিকায়: ৮৭।
- মুতাওয়াসসিতায় পরীক্ষার্থী: ৬২। মেধা তালিকায়: ৫৭।
- সানাবিয়ায় পরীক্ষার্থী: ৩৪। মেধা তালিকায়: ১২।
- সানাবিয়া উলয়ায় পরীক্ষার্থী: ২৬। মেধা তালিকায়: ২৪।
- ফযিলতে পরীক্ষার্থী: ৪০। মেধা তালিকায়: ০৮।
এ বছর সানাবিয়া উলয়ায় ২৬ জন পরীক্ষার্থীর মাঝে ২৪ জনই মেধাতালিকায় স্থান পেয়েছে। জামিআর শুভানুধ্যায়ীগণ এটাকে অভাবনীয় সাফল্য হিসেবে দেখছেন।
এছাড়াও হিফজ বিভাগে ১০ জনসহ সর্বমোট ১৯৮ জন মেধা তালিকায় স্থান লাভ করেছে।
শতকরা হার ও সিরিয়াল সংখ্যা বিবেচনায় সারা দেশে সবার শীর্ষে রয়েছে এই জামিআ।
বেফাকে প্রতিবার ঈর্ষণীয় ফলাফল অর্জনের পেছনে রয়েছে জামিআর প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি নজরুল ইসলাম ভাসানী (দা. বা.)- এর গভীর ফিকির এবং সুদক্ষ পরিচালনা। তিনি আল্লাহ তাআলার শোকর আদায় করে বলেন, “আমাদের এই ফলাফল মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও জামিআর আসাতিযায়ে কেরামের ঐকান্তিক প্রচেষ্টা এবং তালিবুল ইলমদের জানতোড় মেহনতেরই ফসল।”
এক ঝাঁক মুত্তাকী মুহাক্কিক আলেম গড়ার লক্ষ্যে ছুটে চলছে জামিআ রাব্বানিয়া আরাবিয়া। গতানুগতিক ধারার পড়াশোনা পরিহার করে ছাত্রদের ইস্তি’দাদ পরিপক্ব করে তুলতে গবেষণা প্রসূত বহু পদক্ষেপ গ্রহণ করেছে এই জামিআ।
দেশ সেরা এই ফলাফলে জামিআর শুভাকাঙ্ক্ষী, ফুযালা ও তলাবায়ে কেরাম উষ্ণ অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।
ঈদের পর ৬ ই শাউয়াল আগামী শিক্ষাবর্ষে ভর্তি নেওয়া হবে। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ফরম সংগ্রহ করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
জামিআর অবস্থান: রব্বানী নগর, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
সার্বিক যোগাযোগ:
01873909955, 01813306755.
এমএম/