রবিবার, ২৩ মার্চ ২০২৫ ।। ৯ চৈত্র ১৪৩১ ।। ২৩ রমজান ১৪৪৬

শিরোনাম :
বিচারিক প্রক্রিয়ায় গণহত্যাকারী আ’লীগকে নিষিদ্ধ করতে হবে : হেফাজতে ইসলাম                                                                                                       জামিআ রাব্বানিয়া আরাবিয়া’র ভর্তির তারিখ ঘোষণা অনলাইনে সাড়া ফেলেছে রকমারি ঈদ উৎসব ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ১১৩টিতে পুরোপুরি একমত এনসিপি আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ : চিফ প্রসিকিউটর ঈদযাত্রায় সড়কে যানচলাচল সহজ রাখতে ডিএমপির ট্রাফিক নির্দেশনা জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার নিয়ে মতামত জমা বিএনপির আ. লীগ নিষিদ্ধ না হলে প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে: রাশেদ খান নোয়াখালীতে চুলার আগুনে ১৬ দোকান পুড়ে ছাই ৪১ বছর ধরে পারিশ্রমিক ছাড়া কুরআন শেখাচ্ছেন আব্দুল হান্নান

মাদানী নেসাবসহ অন্যান্য বিভাগে ভর্তির সুযোগ ‘জামিয়া মাদানিয়া দারুল উলুম ঢাকা’য়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশসেরা প্রতিষ্ঠান থেকে ফারেগ একঝাঁক মেধাবী যুগসচেতন নবীন-প্রবীণ গবেষক শিক্ষকগণের মাধ্যমে পাঠদান করে আসছে ‘জামিয়া মাদানিয়া দারুল উলুম ঢাকা’। দীর্ঘ ২৫ বছর ফিকহ ফাতওয়ায় অভিজ্ঞ, গবেষক আলেম  শাইখুল হাদিস মুফতি আবদুর রাজ্জাক আল হুসাইনী সাহেবের সরাসরি তত্ত্বাবধান ও নিয়মিত পাঠদানে প্রতিষ্ঠানটি আজ চতুর্থ বছরে পদার্পন করেছে। অভূতপূর্ব সফলতার মুখ দেখা এ প্রতিষ্ঠানটির রয়েছে নিজস্ব ভবন ও নিজস্ব বিশুদ্ধ পানির  ব্যবস্থা। দারুল উলুম দেওবন্দের চেতনাকে লালন করে, যুগোপযোগী গবেষক আলেম তৈরী করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল হাদিস আল্লামা আবদুর রাজ্জাক আল হুসাইনী বলেন, আমরা দেওবন্দিয়্যাতের পূর্ণ অনুসরণ করে আকাবির-আসলাফের মানহাজে প্রতিটি ছাত্রকে বা-আমল আলেম হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি।  আমাদের ছাত্ররা চিন্তা-দর্শনে আকাবিরের আদর্শকে বুকে ধারণ করবে। পড়ালেখায় মনোযোগী ও পরিশ্রমী হবে। যাতে তারা জাতির পথপ্রদর্শক হয়ে সর্বত্র ইসলামের আলো ছড়াতে পারে সে আশা নিয়ে কাজ করি।

ইতোমধ্যে ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে এই প্রতিষ্ঠানটি। তাতে জানা যায়, বিগত বছরের ন্যায় এবারও (২০২৫-২৬) শিক্ষাবর্ষে মাদানী নেসাব ও তাখাচ্ছুছ বিভিন্ন বিভাগে ভর্তি নিবে প্রতিষ্ঠানটি। ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ৭ শাওয়াল থেকে।

যেসকল বিভাগে চলবে ভর্তি কার্যক্রম

কিতাব বিভাগ

  • মাদানী নেসাব ১ম- ৫ম বর্ষ (ইবতেদায়ী-‌জালালাইন)

তাখাচ্ছুছ বিভাগ

  • ইফতা (ফিকহ ও ফ‌তোয়া) ১/২ বছর মেয়াদী
  • আল লোগাহ আল আরাবিয়া (আরবি ভাষা ও নাহু সরফ) ১ বছর মেয়াদী
  • আদব বিভাগ (উচ্চতর আরবি সাহিত্য বিভাগ)

কুরআন শিক্ষা বিভাগ

  • হিফজুল কুরআন
  • বয়স্ক হিফজুল কুরআন
  • মাদানী মক্তব

বৈশিষ্ট্য :

  • মাওলানা আবু তাহের মিসবাহ (হাফিজহুল্লাহ) এর মাদানী নিসাবের পূর্ণাঙ্গ অনুকরণ ও আদিব হুজুরের শাগরিদদের দ্বারা নিয়মিত পাঠদান।
  • সম্পূর্ণ আরবী মিডিয়াম, এক বছরে আরবী পঠন, লিখন-কথন যোগ্যতা অর্জন করতে সক্ষম  হয়।
  • আরবীর পর মাতৃভাষা বাংলা ও ইংরেজিকে সর্বোচ্চ গুরুত্বপ্রদান।
  • হাফেজ ছাত্রদের সাপ্তাহিক শবিনার ব্যাবস্থা ও গায়রে হাফেজদের ২৯ ও ৩০ নম্বর পারা  বাধ্যতামূলক মুখস্থকরণ।
  • মাদাানি নেসাবের উল্লেখযোগ্য  মাদরাসার  ৫ বছরের  অভিজ্ঞতাসম্পন্ন সফল শিক্ষাসচিব  ও একাধিক  মাদানী নেসাবের প্রধান তত্ত্বাবধায়ক মাওলানা মারুফ হাসান (হাফিজহুল্লাহ)-এর মাধ্যমে  নিয়মিত  পাঠদান ও সার্বক্ষনিক তত্ত্বাবধান। 
  • বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডে-এর অধীনে ৪র্থ বর্ষ (শরহে বেকায়া)র পরীক্ষায় অংশগ্রহণ।
  • দুজন অভিজ্ঞ মুহাক্কিক মুফতি মুশরিফের নিয়মিত দরস প্রদান ও সার্বক্ষণিক তত্ত্বাবধান।
  • মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া এর ইফতা বিভাগের মানহাজ সামনে রেখে যুগোপযোগী মানহাজ গঠন।
  • নিয়মিত ইংরেজি  ও বাংলা ভাষা-সাহিত্যের ক্লাস।
  • ইসলামী অর্থনীতির নিয়মিত  দরস প্রদান।
  • মুহাক্কিক অভিজ্ঞ  মুফতিদের  মাধ্যমে মাসিক বিষয়ভিত্তিক ও সমসাময়িক  বিষয়ে মুহাজারা প্রদান।
  • ২৫ বছর ফিকহ ফাতওয়ায় অভিজ্ঞ  মুফতি আঃ রাজ্জাক আল হুসাইনী  সাহেবের নিয়ম পাঠদান ও সরাসরি তত্ত্বাবধান।

ভর্তি যোগ্যতা :

ইফতা বিভাগের জন্য :  দাওরা হাদীসে ১ম বিভাগে উত্তীর্ণ হতে হবে। ২. লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষার বিষয় : হেদায়া ৩য়, নুরুল আনওয়ার কিতাবুল্লাহ।

ইলমুল আদাবিল আরাবী ( উচ্চতর আরবী সাহিত্য) বিভাগের জন্য : দাওরা হাদীসে ১ম বিভাগে উত্তীর্ণ হতে হবে। ২. লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবে।

হিফজুল কুরআন

ছোটদের মানসম্পন্ন হিফজ বিভাগ। শিশু-কিশোরের জন্য। অত্যন্ত য‌ত্নের সা‌থে তাদেরকে কুরআন হিফজ করানো হয়। সাধারণত ২ থেকে ৩ বছরে ছাত্ররা এই বিভাগ থেকে হিফজ সম্পন্ন করে থাকে।

শুনা‌নি বিভা‌গে ভ‌র্তিচ্ছু ছাত্রদেরও এ বিভা‌গে ভ‌র্তির সুযোগ থাকবে। ভর্তির সময় আনতে হবে—

১. পাসপোর্ট সাইজের ১ কপি ছবি

২. জন্ম নিবন্ধন/আইডি কার্ড/চেয়ারম্যানের সত্যয়নপত্র।

৩. তাবলিগি বেড। 01977774066, 01916296679, 01841208066

সকল বিভাগের ভর্তি ও আনুষাঙ্গিক প্রদেয় 

  • ফরম : ১০০/=৳
  • ভর্তি : ৪৫০০/=৳
  • আলমারী ভাড়া : ৫০০/=৳ (বাৎসরিক}
  • মাসিক প্রদেয় : ৩৬০০/=৳,  ( সাধারন খাবার ৩ বেলা বেতনসহ)
  • স্পেশাল খাবার ৩ বেলা ৪৮০০/=৳

বি: দ্র: অস্বচ্ছল মেধাবীদের জন্য পারিবারিক অবস্থা যাচাইপূর্বক বিশেষ বি‌বেচনা করা হবে।

যেসব কারণে অনন্য  ‘জামিয়া মাদানিয়া দারুল উলুম ঢাকা’

♦️‘মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া’র  ফুজালাদের দ্বারা নিয়মিত পাঠদান ।

♦️ জামিয়ার সকল উস্তাদ দেশের উল্লেখযোগ্য জামিয়া থেকে ২/৩ বছর  বিভিন্ন ফনে  তাখাচ্ছুসসম্পন্নকারী

♦️ আরবী  ভাষার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফন ভিত্তিক  পাঠদান

♦️ দেশসেরা প্রতিষ্ঠানের ফারেগ, একঝাঁক মেধাবী যুগসচেতন নবীন-প্রবীণ গবেষক শিক্ষকগণের মাধ্যমে পাঠদান।

♦️ সকল বিভাগে বাংলাভাষা ও বানানচর্চা সাপ্তা‌হিক ও পা‌ক্ষিক ক্লাস  ও ফুল স্পো‌কেন ইং‌লিশ কোর্স।

♦️ আকাবির আসলাফের জীবনী, মালফুজাত, মাকতুবাত অধ‌্যয়ন । প্রত্যেক বিভা‌গের নির্বা‌চিত পৃথক সি‌লেবাস।

♦️ হিফজুল হাদিস মুখস্থকরণ: প্রতি বছর ১০০ নতুন হাদিস মুখস্থ করা।  এবং  ১০০-৫০০ হিফজুল হাদিস ️ছাত্রদের বাছাইকৃত প্রবন্ধ ত্রৈমা‌সিক প‌ত্রিকা আকা‌রে প্রকাশ। ( আর‌বি বাংলা)

ভর্তির জন্য যোগাযোগ :  01977774066, 0191629667

যাতায়াত : ঢাকার  যে কোনো স্থান থেকে  বাসাবো বাসস্ট্যান্ড  বা  মেরাদিয়া ত্রিমহনী বাসস্ট্যান্ড   থেকে দক্ষিণগাঁও  ৬ নং রোড, শেষ মাথায় এসে বড় মাদ্রাসা  (ছাপাখানা) সবুজবাগ ঢাকা।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ