রবিবার, ০৯ মার্চ ২০২৫ ।। ২৪ ফাল্গুন ১৪৩১ ।। ৯ রমজান ১৪৪৬


জামিয়া মাদানিয়া খিলগাঁও, ঢাকা’র ভর্তি শুরু ৭ শাওয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীতে দ্বীনের আলো ছড়াচ্ছে খিলগাঁও পুরাতন পাকা জামে মসজিদ ওয়াক্ফ্ফ এস্টেট পরিচালিত জামিয়া মাদানিয়া খিলগাঁও, ঢাকা।

প্রতিষ্ঠানটিতে রয়েছে মাদানী নেসাব ১ম ও ২য় বর্ষ এবং কদিম নেসাবে তাইসির হতে দাওরায় হাদিস পর্যন্ত।

দাওরায়ে হাদীসের দরস দান করেন ঢাকা'র সুপ্রতিষ্ঠিত মাদরাসা সমূহের স্বনামধন্য শায়খুল হাদীস ও মুহাদ্দিসগণ।

আরও রয়েছে

  • আরবী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে নূরানী বিভাগ
  • মানসম্মত নাযেরা বিভাগ
  • আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ

সম্প্রতি প্রতিষ্ঠানটি ভর্তি সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তি শুরু হবে রোজার ঈদের পর ৭ শাওয়ালে। চলবে ১৩ শাওয়াল পর্যন্ত।

সার্বিক যোগাযোগ: ০১৯১৫-১৮৪৬৭০, ০১৬৭৪-১৭৩৫৮৬, ০১৯১৫-১৮৪৬৭১

ঠিকানা : জামিয়া মাদানিয়া খিলগাঁও, ৭২৯/সি, খিলগাঁও, ঢাকা।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ