শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সংষ্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন: মুফতী ফয়জুল করীম আজারবাইজান থেকে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার পরিচালিত নারায়ণগঞ্জ ক্যাম্পাসের ভর্তি কার্যক্রম শুরু ৪৯ দিনে কোরআন হিফজ করা বিস্ময় শিশু হাবিবুরকে ছাত্র মজলিসের সংবর্ধনা কাল বাংলাদেশে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী, জেনে নিন সফরসূচি আলেমদের রাজনীতি আল্লাহর নবীদের রাষ্ট্রীয় উত্তরাধিকার: মাওলানা ফজলুর রহমান হেফাজতে ইসলাম পিরোজপুর জেলা শাখা কমিটি গঠিত বাংলাদেশে দূতাবাস খোলার আশ্বাস আজারবাইজানের প্রেসিডেন্টের অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত: ড. ইউনূস সাতকাছেমিয়া মাদরাসায় তিন দিনব্যাপী সম্মেলন আগামীকাল থেকে শুরু

বন্যার্তদের সেবায় এগিয়ে এসেছে ফিলিস্তিনি তরুণরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যার্তদের সেবায় ফিলিস্তিনি তরুণরা

|| হাসান আল মাহমুদ ||

হঠাৎ করেই ভয়াবহ দুর্যোগের কবলে বাংলাদেশ। ভারতের বাঁধ খুলে দেয়ায় উজানের পানি ও ভারী বর্ষণে তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুরসহ ১৩ জেলা। আশপাশের অঞ্চল। বন্যায় সহায়-সম্পত্তি হারিয়ে অসহায় লাখো পরিবার। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রের খবর মতে চলমান বন্যায় পানিবন্দি প্রায় ৬ লাখ ৫ হাজার ৭৬৭টি পরিবার। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জনে। বন্যায় ৬৮টি উপজেলা প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫০৪টি। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৫১ লাখ ৮ হাজার ২০২ জন। সীমাহীন দুর্ভোগে আছে বন্যাকবলিত মানুষেরা। দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে সাধারণ মানুষসহ নানা সংগঠন।

এবার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে যুদ্ধের সাথে বসবাস করা বাংলাদেশে অবস্থান করা ফিলিস্তিনি তরুণরা।

বন্যার্তদের মাঝে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাওয়া দেশের জনপ্রিয় সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন জানিয়েছে এ তথ্য। ফাউন্ডেশনটি নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে ফিলিস্তিনি তরুণদের কয়েকটি ছবি পোস্ট করে লিখে, ‘ফিলিস্তিন। ভালোবাসার ফিলিস্তিন। যুদ্ধের সাথে যাদের নিত্য বসবাস, সেই ফিলিস্তিনি তরুণেরা এসেছে বন্যার্তদের পাশে দাঁড়াতে।

বন্যার্তদের সেবায় ফিলিস্তিনি তরুণদের বিষয়ে শায়খ আহমাদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, ‘বাংলাদেশে পড়াশোনা করা ফিলিস্তিনি শিক্ষার্থীরা বন্যাপীড়িত অঞ্চলে আমাদের সাথে কাজ করছেন। দুর্দিনের মাঝে যাদের নিত্য বসবাস, সেই তারাই এসেছে আমাদের দুর্দিনে পাশে দাঁড়াতে। ভালোবাসা ফিলিস্তিনের জন্য।’

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ