বাংলাদেশের অন্যতম কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর মহাসচিব মাওলানা ওবায়দুল্লাহ হামজার তত্ত্বাবধানে ফেনীর প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক ত্রাণ তৎপরতা পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) বোর্ডের একটি প্রতিনিধি দল কয়েক ভাগে বিভক্ত হয়ে ফেনীর বন্যা দুর্গত এলাকার ত্রাণ বিতরণ, মানুষের সাথে মতবিনিময় এবং সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় বোর্ডের মহাসচিব বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী জেলার মাদ্রাসাগুলো দেখতে যান। বিশেষ করে ফেনীর প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া সেলুনিয়া, জামিয়া আজিজিয়া ছাগলনাইয়া, জামিয়া রশিদিয়া লস্করহাট, জমিয়া আজিজিয়া জমিরিয়া হরিপুর, লালপুল মাদ্রাসা, জামিয়া হুসাইনিয়া মহিপাল, জামিয়া আশরাফুল উলুম দাগন ভূঁইয়া, করৈয়া মদিনাতুল উলুম, জামিয়া মিফতাহুল উলুম, জামিয়া আমিনাসহ ফেনীর বড় বড় মাদ্রাসা গুলো পর্যবেক্ষণ করেন।
পাশাপাশি তিনি চট্টগ্রাম ফেরার পথে মিরসরাই ওয়ারলেস মাদ্রাসায় মিরসরাই এর আশেপাশে অবস্থিত কওমি মাদ্রাসা সমূহের প্রধানদের সাথে মতবিনিময় করেন এবং ক্ষতিগ্রস্ত মাদ্রাসার সমূহে বিশেষ সহযোগিতা করেন।
ইত্তাহাদের আজকের ব্যাপক ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করেছেন আঞ্চলিক ইত্তেহাদুল মাদারিস কক্সবাজার ঈদগাও ও রামুর সভাপতি রামু চাকমারকুল মাদ্রাসার মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম, ইত্তেফাক সেক্রেটারি ও রাজারপুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহসিন শরীফ, কক্সবাজার লাইট হাউস মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ আলী, রামু জমিয়াতুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মোঃ আব্দুল্লাহ, প্রভাষক রাশেদ আনোয়ার, চকরিয়া বহদ্দরকাটা মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ হোসাইন, মহেশখালী উপজেলা ইত্তেহাদের দায়িত্বশীল ও গোরকঘাটা মাদ্রাসার মুহতামিম মাওলানা শামসুল আলম, ঝাপুয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ফয়জুল্লাহ, এহায়াউ উলুমিদ্দীন এর পরিচালক মাওলানা সিরাজুল ইসলামসহ মহেশখালী ও কক্সবাজারের বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও ইত্তেহাদ নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণকালে ইত্তেহাদ মহাসচিব বলেন, এই অঞ্চলের মানুষ ইতিপূর্বে এরকম ভয়াবহ বন্যার সম্মুখীন হয়নি। রাতের আঁধারে পানির প্লাবন মানুষের ঘরবাড়ি থেকে শুরু করে সব কিছু তছনছ করে দিয়েছে। ভাসিয়ে নিয়ে গেছে।
দেশের এই দুর্যোগকালীন সময়ে সকল হৃদয়বান ও দানবীর মানুষকে বানভাসীদের পাশে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানান। পাশাপাশি পরিস্থিতি ঠিক হয়ে না যাওয়া পর্যন্ত আনজুমানে ইত্তেহাদুল মাদারিস ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
কেএল/