শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সংষ্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন: মুফতী ফয়জুল করীম আজারবাইজান থেকে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার পরিচালিত নারায়ণগঞ্জ ক্যাম্পাসের ভর্তি কার্যক্রম শুরু ৪৯ দিনে কোরআন হিফজ করা বিস্ময় শিশু হাবিবুরকে ছাত্র মজলিসের সংবর্ধনা কাল বাংলাদেশে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী, জেনে নিন সফরসূচি আলেমদের রাজনীতি আল্লাহর নবীদের রাষ্ট্রীয় উত্তরাধিকার: মাওলানা ফজলুর রহমান হেফাজতে ইসলাম পিরোজপুর জেলা শাখা কমিটি গঠিত বাংলাদেশে দূতাবাস খোলার আশ্বাস আজারবাইজানের প্রেসিডেন্টের অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত: ড. ইউনূস সাতকাছেমিয়া মাদরাসায় তিন দিনব্যাপী সম্মেলন আগামীকাল থেকে শুরু

শুরু হলো আল্লামা ইসহাক ফরিদী রহ.কে নিয়ে ‘মনীষী গবেষণা সপ্তাহ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

শুরু হলো অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের ভিন্নধর্মী আয়োজন, ‘মনীষী গবেষণা সপ্তাহ ২০২৪।’ আয়োজনটিতে ‘আল্লামা ইসহাক ফরিদী রহ. : জীবন কর্ম ও সাধনা’কে উপজীব্য করে নানা আয়োজন রাখা হয়েছে। যার মধ্যে রয়েছে- এক. অনলাইন কনফারেন্স। দুই. সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। তিন. লেখা প্রকাশ।

আজ শনিবার (৮ জুন) সকাল থেকেই আওয়ার ইসলামে শুরু হয় এই আয়োজন। সপ্তাহজুড়ে তিন ক্যাটাগড়ির আয়োজনে চর্চিত হবেন বরেন্য আলেম আল্লামা ইসহাক ফরিদী রহ.।

তিন ক্যাটগড়ির অনুষ্ঠানগুলোর মধ্যে অনলাইন কনফারেন্স অনুষ্ঠিত হবে ৩ পর্বে। শনি, রবি ও সোমবার রাত নয়টায় আওয়ার ইসলাম টিভিতে সরাসরি প্রচারিত হবে এই আয়োজন। এতে অংশগ্রহণ করবেন আল্লামা ইসহাক ফরিদী রহ. এর সহপাঠী, সহকর্মী, শাগরেদ, আত্মীয়স্বজনসহ দেশবরেণ্য শাইখুল হাদিস, মুহাদ্দিস, লেখক, সাংবাদিক, সংগঠক ও চিন্তক আলেমগণ।

পাশাপাশি সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় সপ্তাহ জুড়ে আল্লামা ইসহাক ফরিদী রহ. সংশ্লিষ্ট নানা প্রশ্ন দেওয়া হবে আওয়ার ইসলাম পাঠকদের জন্য। এর মধ্যে সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে প্রতিদিন তিনজনকে দেওয়া হবে পুরস্কার।

এছাড়া লেখা প্রকাশ ক্যাটাগড়িতে আওয়ার ইসলাম পত্রিকায় বিশেষ আয়োজনের মাধ্যমে আল্লামা ইসহাক ফরিদী রহ.কে নিয়ে স্মৃতিগদ্য, ফিচার, ছড়া-কবিতা, মুক্তগদ্যসহ বিভিন্ন লেখা প্রকাশ করা হবে।

প্রবাদতুল্য এই মনীষীকে নিয়ে আয়োজিত ‘মনীষী গবেষণা সপ্তাহ ২০২৪’ এর সব আয়োজন দেখা যাবে আওয়ার ইসলাম ও আওয়ার ইসলাম টিভিতে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ