‘এমবিএম ফাউন্ডেশন’ এর উদ্যোগে চট্টগ্রামের জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) এমবিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের শিক্ষক মাওলানা মাহমুদ মুজিব এ কম্বলগুলো তুলে দেন।
এ সময় তিনি বলেন, আলেমরা সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন। এটিই ইসলামের শিক্ষা। এ কম্বল বিতরণের মাধ্যমে আমরা মূলত ভালোবাসা ভাগ করে নিয়েছি।
শীতের তীব্রতা খুব বেশি বেড়ে গেলে কিংবা টানা শৈত্যপ্রবাহ থাকলে আমরা শীতবস্ত্র বিতরণের প্রয়োজন অনুভব করি। অথচ শীতের শুরুতেই অসহায়দের শীতের উপকরণ পৌঁছে দেওয়া উচিত। এতে শীতার্তদের কষ্ট লাঘব হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা বেলাল উদ্দিন মাদানী, মাওলানা শামীম হোছাইন, খাইরুল আমিন ও জমির উদ্দিন প্রমুখ।
এনএ/