রবিবার, ৩০ মার্চ ২০২৫ ।। ১৬ চৈত্র ১৪৩১ ।। ১ শাওয়াল ১৪৪৬


সানাবিয়াতে (মাধ্যমিক) ১ম স্থান রাজধানীর যে মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আমানুল্লাহ নাবিল মামদুহ ||

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৮০:৩৮%। মুমতায (স্টার মার্ক) ৫৫,১৪২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫,০৩৮ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৬৪,৬৩২ জন। মাকবুল (৩য় বিভাগ) ৯১,৩৬১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,৬৬,১৭৩ জন।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫/ ২৬ শে রমজান ১৪৪৬ হিজরী) বেফাক মিলনায়তনে দুপুর ১২টায় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, সানাবিয়া (মাধ্যমিক) ছাত্রদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে ঢাকা জেলার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী, দারুস সালাম-এর লাবীব মাসরুর। তার প্রাপ্ত নম্বর ৭৮৬।

এছাড়া, ২য় স্থান অধিকার করেছে নারায়ণগঞ্জ জেলার জামিআ রাব্বানিয়া জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ-এর মুহাম্মাদ আল-আমীন। তার প্রাপ্ত নম্বর ৭৭৭।

এবং ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে চারজন। যথাক্রমে-

  • নারায়ণগঞ্জ জেলার জামিআ রাব্বানিয়া জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ-এর মুহাম্মাদ (আউয়াল),

কুমিল্লা জেলার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম বরুড়া-এর আবু সুফিয়ান,

ঢাকা জেলার জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম, বড় কাটারা, চকবাজার-এর মোঃ সুলাইমান হুসাইন ও

  • ঢাকা জেলার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী, দারুস সালাম-এর ওমর ফারুক। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৭৭৪

হাআমা/


সম্পর্কিত খবর