শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ কওমি সনদ বাস্তবায়ন সেমিনার থেকে ১৩ দফা প্রস্তাবনা ও ২ দফা কর্মসূচি ঘোষণা স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন চান মুফতী ফয়জুল করীম কওমি শিক্ষার্থীদের প্রতি সকল বৈষম্যের অবসান হোক: সেমিনারে বক্তারা ‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন’ হবিগঞ্জে মহানবী সা.কে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

নেত্রকোনায় ৫০ বছরের হিফজ শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেত্রকোণা জেলা প্রতিনিধি: 

নেত্রকোনা জেলা সদরের কওমি মাদরাসা, জামিয়া মিফতাহুল উলুম মাদরাসা নেত্রকোনা এর বিদায়ী শিক্ষক হাফেজ মোঃ সাইদুর রহমান অর্ধশত বছর যাবত প্রধান হাফেজ হিসেবে শিক্ষার্থীদের হিফজের দরস দিয়ে আসছিলেন।

সম্প্রতি তিনি অত্র মাদ্রাসা থেকে বিদায় নিয়েছেন। তাঁর বিদায়ের পর তার হাজার হাজার শিক্ষার্থী যারা অর্ধশত বছর পর্যন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে হেফজ সম্পন্ন করেছেন, তাদের উদ্যোগে আজ নেত্রকোনার ঐতিহাসিক পাবলিক হলে এক আড়ম্বরপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে জেলার বিশিষ্ট ওলামায়ে কেরাম, হাফেজগণ এবং গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। কানায় কানায় পূর্ণ হলরুমে বিভিন্ন আলোচকগণ অত্যন্ত আবেগপ্রবণ আলোচনা রাখেন।

হাফেজ মোঃ সাইদুর রহমান-এর উল্লেখযোগ্য শিক্ষার্থীদের মধ্যে নেত্রকোনা আল মদিনা কমপ্লেক্স এর মহাপরিচালক হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ ,ইসলামিক ফাউন্ডেশন নেত্রকোনা জেলার উপ-পরিচালক জনাব শফিকুর রহমান সরকারসহ অসংখ্য গুণীজন উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে তাঁকে বিভিন্ন উপহারে ভূষিত করা হয়। কাপড়-চোপড় আসবাবপত্র ক্রেস্টসহ নগদ দেড় লক্ষ টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে দুটি কার ও বহু মোটরসাইকেল এর সমন্বয়ে আড়ম্ভরপূর্ণ গাড়ির বহরের মাধ্যমে তাঁকে তার নিজ গ্রাম সদর উপজেলার বর্ণীতে পৌঁছে দেওয়া হয়।

উল্লেখ্য, হাফেজ সাইদুর রহমান যেমনি ছিলেন অতি উঁচু মানের হাফেজ, তেমনি ছিলেন উন্নত আখলাকের অধিকারী। উক্ত অনুষ্ঠানটি হাফেজ মাওলানা আবদুল্লাহ সাহেবের সভাপতিত্বে শুরু এবং শেষ হয়। 

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ