সোমবার, ৩১ মার্চ ২০২৫ ।। ১৭ চৈত্র ১৪৩১ ।। ২ শাওয়াল ১৪৪৬


বেফাকে আমীনিয়া মহিলা মাদরাসার ঈর্ষণীয় সাফল্য, মেধাতালিকায় ৯৭ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের ঐতিহ্যবাহী নারীদের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইব্রাহীমিয়া আমীনিয়া মহিলা মাদরাসা বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় পরীক্ষাগুলোতে অসাধারণ সাফল্য অর্জন করে আসছে। এই ধারাবাহিকতা এবারও বজায় রেখেছে প্রতিষ্ঠানটি। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রকাশিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ'র ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলে দেখা যায়, এ বছর এই মাদরাসা থেকে মোট ৯৭ (সাতানব্বই) জন ছাত্রী মেধাতালিকায় স্থান লাভ করেছেন। এর আগে গত বছর এই মাদরাসার ৮৭ জন ছাত্রী মেধাতালিকায় স্থান পেয়েছিলেন।

প্রকাশিত ফলাফল থেকে জানা যায়,

মারহালা: ফযীলতে (স্নাতক সমমান)  মেধাতালিকায় স্থান পেয়েছেন ৫ জন।

মারহালা: সানাবিয়্যাহ উলইয়ায় মেধাতালিকায় স্থান পেয়েছেন ১৭  জন।

মারহালা: মুতাওয়াসসিতায় মেধাতালিকায় স্থান পেয়েছেন ৪৪  জন।

মারহালা: ইবতিদাইয়্যাহতে মেধাতালিকায় স্থান পেয়েছেন ৩০  জন।

মারহালা: হিফজুল কুরআনে মেধাতালিকায় স্থান পেয়েছেন  ০১ জন ।

এছাড়াও, আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ- এর অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিসের পরীক্ষাতেও মাদরাসাটি সর্বোচ্চ পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। হাইআ’র প্রথম পরীক্ষায় সারা বাংলাদেশ থেকে যেখানে মাত্র ৪০ জন ছাত্রী মুমতাজ ফলাফল অর্জন করেছিলেন, সেখানে ৪ জনই ছিলেন এই মাদরাসার ছাত্রী। এই অসাধারণ অর্জনের ধারাবাহিকতায়, এই মাদরাসার ছাত্রীরা প্রায় প্রতি বছরই মেধাতালিকার শীর্ষে নিজেদের অবস্থান নিশ্চিত করে আসছেন।

মাদরাসাটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে, চিটাগাং রোডের আটি, ওয়াপদা কলোনি এলাকায় অবস্থিত। ২০০২ সালে শাইখুল ক্বোররা উজানীর হযরত ক্বারী ইব্রাহীম (রাহ.) ও তার সুযোগ্য সন্তান উজানী মাদরাসার সাবেক মুহতামিম হযরত মাওলানা আমীনুল হক (রাহ.)-এর নামে এই মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা মুফতী মো. ফয়জুল্লাহ ইব্রাহিমী উজানী (হাফিজাহুল্লাহ), যিনি ক্বারী ইব্রাহীম (রাহ.)-এর নাতি এবং পাকিস্তানের বিখ্যাত আলেম হযরতুল আল্লাম আব্দুর রশীদ নোমানী (রাহ.) ও মুফতিয়ে আযম ওলী হাসান টুনকী (রাহ.)-এর বিশিষ্ট শাগরেদ।

মাদরাসার এই ধারাবাহিক সাফল্যের বিষয়ে প্রতিষ্ঠাতা মুফতী মো. ফয়জুল্লাহ ইব্রাহিমী উজানী বলেন, ‘আল্লাহর শুকরিয়া আদায় করি, যিনি আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেছেন।’

সফলতার জন্য তিনি মাদরাসার শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম ও মুজাহাদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, "আমাদের শিক্ষিকারা ছাত্রীদের জন্য অক্লান্ত পরিশ্রম করেন। আল্লাহর বিশেষ অনুগ্রহ ও তাদের প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে। আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দান করেন।"

তিনি আরও বলেন, “আমাদের মাদরাসাগুলোতে আমরা তা’লীমের পাশাপাশি তরবিয়তেও যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা আল্লাহ্‌ওয়ালা আলেম হিসেবে গড়ে ওঠবে এবং দ্বীনের সঠিক শিক্ষা ও দাওয়াত নিয়ে বিশ্বের আনাচেকানাচে ও প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিবে।”

এ সময় তিনি জামিয়া ইব্রাহীমিয়া আমীনিয়া মহিলা মাদরাসাসহ তার প্রতিষ্ঠিত অন্যান্য মাদরাসার জন্যও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠাতা মুফতী মো. ফয়জুল্লাহ ইব্রাহিমী উজানী জামিয়া ইব্রাহীমিয়া আমীনিয়া মহিলা মাদরাসার পাশেই জামিয়া ক্বারী ইব্রাহীম রাহ. নামে একটি ছেলে মাদরাসা এবং ঢাকার গোলাপবাগে জামিয়া ইসলামিয়া দারুল উলূম মহিলা মাদরাসা নামে আরও একটি মহিলা মাদরাসা ও মাদরাসাতুল কাসেম আল-ইসলামিয়া নামে আরও একটি ছেলে মাদরাসা প্রতিষ্ঠা করেছেন এবং পরিচালনা করে আসছেন। এই প্রতিষ্ঠানগুলোও মানসম্মত শিক্ষা ও ভালো ফলাফলের কারণে সারাদেশে স্বীকৃতি ও সুখ্যাতি অর্জন করেছে।

ভর্তির জন্য প্রয়োজনে যোগাযোগ করুন:

  • জামিয়া ইব্রাহীমিয়া আমীনিয়া মহিলা মাদরাসা – ০১৭১৮ ৯৪৫৮৮৫
  • গোলাপবাগ মহিলা মাদরাসা – ০২২২৪৪৫৮৫৮১
  • মাদরাসাতুল কাসেম আল-ইসলামিয়া – ০১৯৯৭৯৭৯৭২৭

এমএইচ/


সম্পর্কিত খবর