সোমবার, ১৭ মার্চ ২০২৫ ।। ৩ চৈত্র ১৪৩১ ।। ১৭ রমজান ১৪৪৬

শিরোনাম :
কচুয়ায় শাজুলিয়া ইমাম-উলামা পরিষদের আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণ  ‘স্বৈরাচারী সরকারের সবচাইতে বেশি নির্যাতনের শিকার হেফাজতে ইসলাম’ কবে দিচ্ছে কওমি শিক্ষাবোর্ড বেফাকের রেজাল্ট ? ‘শুধু নির্বাচনের জন্য নয়, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে’ ইফতা-আদবসহ সকল বিভাগে ভর্তির সুযোগ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে   আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত বেরোবি মসজিদের খতিবের পিএইচডি ডিগ্রি অর্জন জার্মানি থেকে হজের জন্য সাইকেলযাত্রা ‘মুসলমানদের নিরাপত্তা প্রদানে ভারতের ব্যর্থতা সভ্যতার জন্য লজ্জাজনক’ ভারতে বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেপ্তার

বেরোবি মসজিদের খতিবের পিএইচডি ডিগ্রি অর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। গত ২৬ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ২৬৭তম সিন্ডিকেট সভায় তাকে এই ডিগ্রি প্রদান করা হয়।

এর আগে, ২৯ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১২৯তম একাডেমিক কাউন্সিলের ১৯তম সভায় তার পিএইচডি ডিগ্রি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ড. রকিব উদ্দিন আহাম্মেদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের গবেষক ছিলেন।

তার পিএইচডি গবেষণার বিষয় ছিল “আল কুরআনে সময় ও সংখ্যা প্রসঙ্গ”। তার গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দীকী।

গবেষণা পরীক্ষা কমিটির সভাপতি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল হামিদ, আর বহির্বিশ্বের বিশেষজ্ঞ সদস্য ছিলেন আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুবুর রহমান।

এর আগে, ২০১৪ সালে তিনি একই তত্ত্বাবধায়কের অধীনে “আল-কুরআনে উদ্ভিদ: একটি পর্যালোচনা” বিষয়ে এমফিল ডিগ্রি অর্জন করেন।

ড. রকিব উদ্দিন আহাম্মেদ ২০০৩-০৪ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। ১৯৯৪ সালে তিনি টাঙ্গাইল দারুল উলুম আলিয়া মাদরাসার হিফজ বিভাগ থেকে হিফজুল কুরআন সম্পন্ন করেন এবং ২০০২ সালে জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর, ঢাকা থেকে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন।

টাঙ্গাইল জেলার সদর উপজেলার কচুয়াডাঙ্গা (স্বদেশ রোড) গ্রামের বাসিন্দা ড. রকিব উদ্দিন আহাম্মেদ সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) বীর মুক্তিযোদ্ধা মো. ছানা উল্লাহ ও রাশেদা বেগমের ছেলে।

পিএইচডি ডিগ্রি অর্জনের বিষয়ে ড. রকিব উদ্দিন আহাম্মেদ বলেন, ‘হিফজ সম্পন্ন করার পর কওমি মাদরাসায় ভর্তি হই এবং পাশাপাশি আলিয়া মাদরাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই।

এরপর পড়াশোনার প্রতি আরও আগ্রহী হয়ে যাই। পিতা-মাতার দোয়া ও শিক্ষকদের উৎসাহে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করি, যার ফলে পরবর্তীতে এমফিল এবং আজকের এই পিএইচডি ডিগ্রি অর্জন সম্ভব হয়েছে।’

তিনি আরো বলেন, ‘একজন হাফেজে কুরআন হয়ে মাদরাসা থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এবং পরবর্তীতে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করা সম্ভব—এটি প্রমাণ করতে পেরে আমি আনন্দিত।

আমার এই অর্জন যদি দেশের অন্যান্য হাফেজ, কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী করে, তবে সেটিই হবে আমার পরিপূর্ণ সাফল্য।’

নারনা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ