সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


বারিধারা মাদরাসার খতমে বুখারি বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বারিধারা এলাকায় অবস্থিত জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার খতমে বুখারি মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৩ জানুয়ারি বৃহস্পতিবার ঐতিহ্যবাহী এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের মহতি এই আয়োজন অনুষ্ঠিত হবে।

মাদরাসা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার মাদরাসা চত্বরে সকাল ১০টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে বুখারি শরিফের সর্বশেষ সবক প্রদান করবেন আওলাদে রাসুল আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি। এছাড়াও দেশবরেণ্য আলেমগণ মাহফিলে ‍উপস্থিত থাকবেন।  

ওইদিন হাফেজ, মাওলানা, তাখাসসুস বিভাগ থেকে ফারেগ ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ