বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা জুলাই গণহত্যার ১০০তম দিন: টিএসসিতে শহীদ পরিবারের আর্তনাদ দ্বীনিয়াতের প্রধান মাওলানা সালমানের জন্য দোয়া চাইলো পরিবার রংপুরে জুম্মাপাড়া মাদরাসার ২ দিন ব্যাপী তাফসির মাহফিল আগামীকাল ন্যায়পরায়ণ-আল্লাহভীরু শাসক ছাড়া শান্তির আশা করা যায় না: চরমোনাই পীর সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীআহ চেয়ারম্যান হলেন মাওলানা মাহফজুল হক সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল আসছেন না মাওলানা সাদ; আগের নিয়মেই চলবে কাকরাইল ও ইজতেমার মাঠ কাল বাদ ফজর বসুন্ধরা মারকাজে বয়ান করবেন মাওলানা ইলিয়াস গুম্মান বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাদের গ্রেডভূক্ত করার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে ইসলামিক ফাউণ্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার এর মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক বরাবরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষক শিক্ষিকাদের গ্রেডভূক্ত করার দাবীতে গত ৬ নভেম্বর বুধবার স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপি প্রদান করেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে.এম. মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ মাওলানা ইদ্রিস আহমদ জাকারিয়া, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবিদ হাসান। বিশেষ পার্সন হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহম্মদ আবুল হোসাইন।

স্মারকলিপিতে বলা হয়, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ইসলামিক ফাউন্ডেশন-এর একটি অন্যতম বৃহৎ প্রকল্প। আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড ও শিক্ষা বিস্তারের কাজে মসজিদের ইমাম সাহেবদের, শিক্ষিত বেকার যুবক ও মহিলাদের সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় প্রাক-প্রাথমিক এবং ঝরেপরা (ড্রপ-আউট) কিশোর-কিশোরী ও অক্ষর জ্ঞানহীন বয়স্কদের জন্য মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শুরু করে। ১৯৯৩ সাল হতে চালু হয়ে অদ্যবধি (৭ম পর্যায়) প্রতিটি পর্যায়ে সুষ্ঠু ও সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে এ প্রকল্পে মসজিদের ইমামগণ মসজিদ কেন্দ্রে শিশু ও বয়স্ক শিক্ষার্থীদেরকে বাংলা, অংক, ইংরাজী, আরবী, নৈতিকতা ও মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দান করছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত স্থানে এ প্রকল্পের মাধ্যমে দেশে প্রাক-প্রাথমিক শিক্ষা বিস্তার ও কোর্স সম্পন্নকারীদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হচ্ছে। এ প্রকল্পের সুবিধাভোগী অধিকাংশই সমাজের অবহেলিত, দরিদ্র ও নিরক্ষর জনগোষ্ঠি। সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা প্রদান করা হয়েছে।

কিন্তু দুঃখজনক হলেও সত্য দীর্ঘ ৩০ বছর থেকে এদেশের প্রায় ৭৩৭৬৮ জন শিক্ষক-শিক্ষিকা অবহেলিত। প্রকল্পের কর্মরত মসজিদের ইমাম শিক্ষক-শিক্ষিকাদের মানবিক দিক বিবেচনা করে জননন্দিত ইসলামিক ফাউন্ডেশন এর বৃহৎ প্রকল্প মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের সকল শিক্ষদের যথাযথ মূল্যায়ন করে সরকার পরিচালিত গ্রেডে এর অন্তর্ভুক্ত করে বেতন ভাতা প্রদানের জোর দাবি জানাচ্ছি।

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের সকল শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করে সরকার পরিচালিত গ্রেডে এর অন্তর্ভুক্ত করে বেতন ভাতা প্রদানে প্রকল্প পরিচালকের সুপারিশ কামনা করেছেন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ