সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


চাঁদপুরের কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ আল আমিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চাঁদপুর জেলার কচুয়া উপজেলা কর্তৃক আয়োজিত ২৯ তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও ইসলাহী মাহফিল আগামী ২ নভেম্বর রোজ শনিবার অনুষ্ঠিত হবে।

কোয়া চাঁদপুর জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ও এতিমখানার মাঠে সকাল ৭ থেকে এ প্রতিযোগিতা শুরু হয়ে চলবে সারাদিন ব্যাপী।

প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত থাকবেন উপমহাদেশের প্রখ্যাত হাফেজ উস্তাযুল হুফ্ফাজ শায়খ আব্দুল হক।

বিকাল থেকে শুরু হবে ইসলাহী মাহফিল। এতে সভাপতিত্ব করবেন জামিয়া ইসলামিয়া আহমদিয়া কচুয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানিফ। ইসলাহী মাহফিলে আলোচনা করবেন মাওলানা আশেক এলাহী (পীর সাহেব উজানী) ও মুফতী মুশতাকুন্নবী কাসেমী প্রমুখ।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ্ব মোঃ খোরশেদ আলম।

প্রতিযোগিতার গ্রুপ সমুহ:

ক. যে কোন ৫ পারা (ধারাবাহিক) অনূর্ধ্ব ১০ বছর।

খ. যে কোন ১০ পারা (ধারাবাহিক) অনূর্ধ্ব ১২ বছর।

গ. যে কোন ২০ পারা। অনূর্ধ্ব ১৫ বছর। কে একউ

ঘ. ৩০ পারা পূর্ণ হাফেজ অনূর্ধ্ব ১৮ বছর।

ঙ. ছিগারুল হুফফাজ (পূর্ণ হাফেজ) অনূর্ধ্ব ১০ বছর।

উল্লেখ্য, প্রত্যেক গ্রুপে ১ম, ২য় ও ৩য় অর্জনকারীসহ মোট ৭ জনকে ক্রেস্ট ও আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে। এছাড়াও প্রত্যেক প্রতিযোগিকে দেয়া হবে শান্তনা পুরস্কার।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ