সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায় আজ বুখারির দরস দিবেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াদ হাসান ||

 রাজধানী ঢাকার চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায় আজ বুখারির দরস দিবেন মজলিসে দাওয়াতুল হকের আমীর, গুলশান সেন্ট্রাল মসজিদের খতীব, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীর মুহতামিম, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র সভাপতি, আল-হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

আজ রোববার (১ সেপ্টেম্বর) বাদ মাগরিব বুখারি শরীফের দরস প্রদান করবেন । 

জানা যায়, আল্লামা মাহমুদুল হাসানের আজকের এই বুখারীর দরস শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার পুরনো ছাত্র, ফুজালাবৃন্দ ও সব ধরনের আলেমদের জন্য উন্মুক্ত থাকবে। 

চৌধুরীপাড়া শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক জামেয়ার ফুজালা ও আশপাশের আলেমদেরকে উক্ত বুখারির দরসে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ