শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ কওমি সনদ বাস্তবায়ন সেমিনার থেকে ১৩ দফা প্রস্তাবনা ও ২ দফা কর্মসূচি ঘোষণা স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন চান মুফতী ফয়জুল করীম কওমি শিক্ষার্থীদের প্রতি সকল বৈষম্যের অবসান হোক: সেমিনারে বক্তারা ‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন’ হবিগঞ্জে মহানবী সা.কে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

বাউবি'র ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারদের পদত্যাগ দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর বৈষম্যবিরোধী শিক্ষক ফোরাম গত ১৫ আগস্ট ২০২৪ তারিখ বৃহস্পতিবার বাউবি'র ভিসি, প্রো-ভিসি এবং ট্রেজারার এর পদত্যাগসহ ৭ দফা দাবিতে ক্যাম্পাসে র‌্যালি করেন।

র‍্যালি শেষে সমাবেশে বক্তারা ভিসি, প্রো-ভিসি এবং ট্রেজারার এর পদত্যাগের জন্য ৪৮ ঘন্টা সময় বেঁধে দেন।

গতকাল ১৭ আগস্ট ২০১৪ তারিখ শনিবার উক্ত ৪৮ ঘন্টা সময় শেষ হয়েছে। উক্ত সময়ের মধ্যে পদত্যাগ না করায় আজ ১৮ আগস্ট ২০২৪ তারিখ রবিবার সকাল ১১ টায় বাউবি গাজীপুর আম্পাসে অনুষ্ঠিত ফোরামের সভায় বাউবি'র হিলি, প্রো-ভিসি এবং ট্রেজারার এয় অনতিবিলম্বে পদত্যাগের আহবান জানানো হয়।

গত ০৭ আগস্ট ২০২৪ তারিখ থেকে অদ্যাবধি বাউবি কর্তৃপক্ষের গাজীপুর ক্যাম্পাসে অনুপস্থিতির কারণে বর্তমানে বিশ্ববিদ্যালয় অচল ও অভিভাবকহীন হয়ে পড়েছে। তথাপি ফ্যাসিবাদ, স্বৈরাচার ও খুনি শেখ হাসিনা কর্তৃক নিয়োগকৃত বর্তমান ভিসি আত্মগোপনে থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে শিক্ষক, কর্মকর্তী ও কর্মচারী নিয়োগের পাঁয়তারা করছেন, যা বর্তমান অর্ন্তবর্তী সরকারকে অবজ্ঞা করার সামিল। এমতাবস্থায়, ফ্যাসিবাদী সরকারের দোসর বাউবি'র বর্তমান ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার-কে অনতিবিলম্বে পদত্যাগ করা সময়ের দাবী বলে বাউবি পরিবারের সর্বস্তরের সচেতন মহল ও বৈষম্যবিরোধী শিক্ষকগণ মনে করেন।

তাছাড়া বর্তমানে এ কর্তৃপক্ষের নিকট থেকে বৈষম্যের শিকার বাউবি'র শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য দাবী পূরণ হওয়া সম্ভব নয়। সুতরাং শিক্ষার্থীসহ বাউবি'র সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণকে এ কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করার আহবান জানানো যাচ্ছে।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ