সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


ইমাম শাইবানী ফিকহ একাডেমীতে সাপ্তাহিক কিসমুল ইফতা বিভাগে ভর্তি শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইমাম শাইবানী ফিকহ একাডেমীতে সাপ্তাহিক কিসমুল ইফতা বিভাগে ভর্তি শুরু হয়েছে আজ বুধবার (৭ শাওয়াল) সকাল ৮টা থেকে।

কর্মব্যাস্ত তাকমিল সমাপ্তকারী ছাত্রদের জন্য সপ্তাহে মাত্র একদিন (শুক্রবার) কেন্দ্রিক এই আয়োজন বেশ সারা ফেলেছে দেশজুড়ে। প্রতিষ্ঠার প্রথম বছর সাফল্যের সাথে অতিক্রম করার পর এবার দ্বিতীয় বছরে পদার্পণ করছে ইমাম শাইবানী ফিকহ একাডেমী।

জানা যায়, দারুল উলুম দেওবন্দের হাদিস বিভাগের মুশরিফ শায়খ আব্দুল্লাহ মারুফির বরকতস্নাত হাতে ইমাম শাইবানী ফিকহ একাডেমী প্রায় ত্রিশ জন ছাত্র এবছর দস্তারে ফযিলত লাভে ধন্য হয়েছেন।

দেশের বিজ্ঞ মুফতিদের সাথে ফিকহে হানাফির কালজয়ী সব কিতাবের দরস নিতে তামরীনে ফাতাওয়া, তাদরিবে ইফতা ও ফিকহি মুনাকাশায় পয়তাল্লিশটি সপ্তাহ দরস করতে ভর্তি হতে পারেন ইমাম শাইবানীতে।

ভর্তির জন্য যোগাযোগ করুন নিম্ন লিখিত নাম্বারে-

01322-075374, 01829669921

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ