শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

বেফাকে দিলু রোড মাদরাসার সাফল্য; মেধা তালিকায় ১৪০ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

প্রতি বছরের মতো এবারও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষায় সাফল্য অর্জন  করেছে ঢাকার রমনা থানাধীন জামিয়া ইসলামিয়া দারুল উলুম (দিলুরোড মাদরাসা)।

জানা যায়, বিগত কয়েক বছর যাবত দিলু রোড মাদরাসা ধারাবাহিকভাবে মেধা তালিকায় কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। সে ধারাবাহিকতায় এবছরও ব্যতিক্রম হয়নি। এবছর বেফাকের মেধা তালিকায় স্থান নিয়েছে ১৪০ জন শিক্ষার্থী।

এর আগে ২০২১ সালে স্ট্যান্ড সংখ্যা ছিল ৩৪ জন। ২০২২ ঈ. সনে বেড়ে হয়েছে ৮৬ জন। ২০২৩ ঈ. সনে উক্ত সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ জন। সর্বশেষ ২০২৪ ঈ. সনে ১৪০ জন  ছাত্র মেধা স্থান লাভ করে সাড়া জাগিয়েছে প্রতিষ্ঠানটি।

এই সাফল্যের জন্য শুকরিয়া আদায় করে প্রতিষ্ঠানটির মুহতামিম ও শাইখুল হাদীস মুফতী সালাহ উদ্দীন বলেন, আলহামদুলিল্লাহ! আমাদের মাদরাসা গত কয়েক বছর যাবত জ্যামিতিক হারে সফলতা অর্জন করে আসছে। এ সফলতার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

সফলতার পিছনের গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘আমোদের সবার সমন্বিত প্রয়াস ছিল ভালো ফলাফল করার। আমাদের নীতি ছিল কোনো নোট গাইড অনুসরণ না করা। সরাসরি মূল কিতাব থেকেই যেন প্রস্তুতি নেয় শিক্ষার্থীরা। বেফাকের প্রশ্নগুলোও কিন্তু সে  আঙ্গিকেই হয়েছে। এছাড়া, আমাদের উস্তাদদের সবার সমন্বিত মেহনত ছিল। সকলের মেহনত, চেষ্টা আর দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ সফলতা দান করেছেন’।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ