সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


রাজধানীর “জামিয়া মাদানিয়া খিলগাঁও, ঢাকা” এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানী ঢাকার খিলগাঁও পুরাতন পাকা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট পরিচালিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান “জামিয়া মাদানিয়া খিলগাঁও, ঢাকা” একাধিক বিভাগে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

জানা যায়, ৬ শাওয়াল থেকে ১০ শাওয়াল পর্যন্ত প্রতিষ্ঠানটির সকল বিভাগে ভর্তি কার্যক্রম চলবে।

জামিয়ার বিভাগ সমূহ-

■ মাদানি নেসাবের সমন্বয়ে ১ম ও ২য় বর্ষ-দাওরায়ে হাদীস পর্যন্ত

■ আরবি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে নূরানী বিভাগ

■ মানসম্মত নাযেরা বিভাগ

■ আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ

দাওরায়ে হাদিসের মসনদ অলংকৃত করবেন যারা-

♦ মালিবাগ জামিয়ার সুনামধন্য শায়খুল হাদিস মাওলানা আবু সাবের আব্দুল্লাহ

♦মালিবাগ জামিয়ার প্রধান মুফতি মাওলানা মুফতি হারুন

♦আরবি ও বাংলা সাহিত্যের বহুগ্রন্থ প্রনেতা মাওলানা নাসিম আরাফাত

সার্বিক যোগাযোগ: জামিয়া মাদানিয়া ৭২৯/সি, খিলগাঁও, ঢাকা।

মোবাইল: ০১৯১৫-১৮৪৬৭০, ০১৬৭৪-১৭৩৫৮৯

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ