শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

আগামি বছর হতে কাফিয়া জামাতে কেন্দ্রীয় পরীক্ষার ঘোষণা বেফাকের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা (১৪৪৬ হি.) হতে অন্যান্য জামাতের সাথে সানাবিয়্যাহ-২ (কাফিয়া) জামাতের পরীক্ষাও কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে।

গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

মাওলানা নদভী বলেন, বিগত ২০১৮ সনে অনুষ্ঠিত বেফাকের মজলিসে উমূমী সম্মেলনে সানাবিয়্যাহ-২ (কাফিয়া- দশম শ্রেণি সমমান) জামাতের কেন্দ্রীয় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হলে বিগত ২০/০৮/১৪৩৯ হি. মোতাবেক ০৭/০৫/২০১৮ ঈ. তারিখে অনুষ্ঠিত মজলিসে আমেলায় সানাবিয়্যাহ-২ (কাফিয়া- দশম শ্রেণি সমমান) জামাতের কেন্দ্রীয় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নে বিগত ২৫/০২/১৪৪৩ হি. মোতাবেক ০৩/১০/২০২১ ঈ. তারিখে অনুষ্ঠিত মজলিসে খাসে বেফাকের নেসাব কমিটির প্রস্তাবনা অনুযায়ী নেসাব নির্ধারণ করা হয়। যা বিগত ২২/০৩/১৪৪৩ হি. মোতাবেক ৩০/১০/২০২১ ঈ. অনুষ্ঠিত মজলিসে আমেলা ও ২৮/০৪/১৪৪৩ হি. মোতাবেক ০৪/১২/২০২১ ঈ. তারিখে অনুষ্ঠিত মজলিসে শুরায় সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। পরবর্তীতে আলোচনা-পর্যালোচনার পর বিগত ২৮/০৭/১৪৪৫ হি. মোতাবেক ১০/০২/২০২৪ ঈ. তারিখে অনুষ্ঠিত মজলিসে খাসে আগামী বছর ১৪৪৬ হি. হতে সানাবিয়্যাহ-২ (কাফিয়া- দশম শ্রেণি সমমান) জামাতের কেন্দ্রীয় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি বলেন, কাফিয়া জামাতের পর সকল বালক মাদরাসায় আবশ্যকীয়ভাবে শরহে জামি জামাত থাকতে হবে। কেননা, কাফিয়ার পর সানাবিয়া উলিয়ার (শরহে বেকায়া) কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য দুই বছর ব্যবধান থাকা জরুরি।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ