শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা’র ভর্তি বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা
(ফিকহ-ফাতাওয়া ও উলুমে শরঈয়া বিষয়ক গবেষণাধর্মী উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান)

১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষে ইফতা ও দাওয়াহ বিভাগে ভর্তির এলান

তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (২ বছর মেয়াদি) ও কিসমুদ দাওয়াহ ওয়াল ইরশাদ (২ বছর মেয়াদি) বিভাগে সীমিত কোটায় ভর্তি নেওয়া হবে, ইনশাআল্লাহ।

ফরম বিতরণ : ৫ শাওয়াল, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরম বিতরণ করা হবে।

পরীক্ষার বিষয়: ইফতা বিভাগ

লিখিত
ক) হেদায়া ৩য় খণ্ড এবং ফাতহুল কাদীর, কিতাবুল বুয়ূ থেকে ইজারার শেষ পর্যন্ত। খ) প্রবন্ধ (আরবী ও বাংলা)।

মৌখিক
হেদায়া ৩য় খণ্ড এবং ফাতহুল কাদীর, কিতাবুল বুয়ূ থেকে ইজারার শেষ পর্যন্ত।

দাওয়াহ বিভাগ

লিখিত
ক) সহীহ বুখারী (২য় খণ্ড)। তাফসীরে ইবনে কাসীর (সুরা ফাতিহা ও বাকারা)।
খ) প্রবন্ধ (আরবী ও বাংলা)।

মৌখিক
যেকোনো বিষয়, যেকোনো কিতাব।

পরীক্ষার তারিখ:

উভয় বিভাগের ভর্তিপরীক্ষা নিম্নোক্ত তারিখে অনুষ্ঠিত হবে:

* লিখিত: ৫ শাওয়াল, বাদ যোহর (২: ৩০মি.)।
* মৌখিক: ৬ শাওয়াল (সকাল ৮ ঘটিকায়)।
* ফলাফল: ৭ শাওয়াল।
* ভর্তি: ফলাফল প্রকাশের পর।

বিশেষ দ্রষ্টব্য
* উভয় বিভাগের আবেদনকারীকে অবশ্যই দাওরায়ে হাদীসে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে।
* ভর্তির সময় নিম্নে বর্ণিত কাগজপত্র জমা দিতে হবে-

১. মেশকাত জামাতের সনদপত্র, নম্বরপত্র ও দাওরায়ে হাদীসের ২য় সাময়িক পরীক্ষার নম্বরপত্র।
২. জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের ফটোকপি।
৩. স্থানীয় জনপ্রতিনিধির (চেয়ারম্যান, কাউন্সিলর প্রমুখ) প্রশংসাপত্র।
৪. শিক্ষাপ্রতিষ্ঠানের চারিত্রিক সনদ।
৫. পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।

ওয়াস সালাম
মুফতি মুহাম্মদ ইয়াহইয়া
প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান মুফতি, মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা
(প্রাক্তন উস্তায, ইফতা বিভাগ, মারকাযুদ্দাওয়াহ আলইসলামিয়া ঢাকা ।)

যোগাযোগ:
মোাবাইল- ০১৩১৩৬০০৯০০, ০১৬০৮২২৬৮৯৯
ঠিকানা: বাসা-১/বি/২, রোড-২৯/এ, পল্লবী, ঝিলপাড়, মিরপুর-১২, ঢাকা-১২১৬।
E-mail: markazulfatawa@gmail.com, Website : www.markazulfatawa.com

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ