সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৪ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


ফরিদপুরের ভাঙ্গায় বাস-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় আলিফ মিম পরিবহন বাস ও কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে চলে যায়।ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ফেব্রুয়ারি) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা বাসস্ট্যান্ড নামক স্থানে 
 এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভাঙ্গা হাইওয়ে থানার এসআই নিঃ শাহাদাত হোসেন সূত্রে জানা যায়, মাদারীপুরের টেকেরহাট থেকে একটি কভার ভ্যান ভাঙ্গার দিকে আসছিল। অন্যদিকে ঢাকা থেকে বরিশালগামী একটি আলিফ মিম বাস ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষে কভার ভ্যানটি গাড়ি ভেতরে ঢুকে যায়। এতে  যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের ভিতরে থাকা মোট প্রায় আট জন আহত হয়েছে বলে জানা গেছে। 

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দুর্ঘটনায় দুইটি গাড়ি সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আলিফ মিম বাস ও কাভার্ড ভ্যান গাড়িটি ভাঙ্গা হাইওয়ে থানায় জব্দ করে আনা হয়েছে। গাড়ি ২টির চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ