সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


মহেশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজবাহ উদ্দীন আরজু
মহেশখালী

দ্বীপ উপজেলা মহেশখালীতে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

১৮ জানুয়ারী (শনিবার) দুপুরে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজারে বাজার মনিটরিং এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করেন, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

এসময় বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে নিত্যপণ্যের বিক্রয় মূল্যের তালিকা না থাকা, অতিরিক্ত মূল্য নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ১০টি মামলায় ২৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

পরে দোকান মালিক ও ব্যবসায়ীদের প্রত্যেক পণ্যের মূল্য তালিকা টাঙিয়ে দেওয়াসহ বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বাজার পরিচালনা কমিটিকে নির্দেশ দেন মহেশখালী উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।

অভিযান শেষে ব্রিফিং এ মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন- মহেশখালীতে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মহেশখালী উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ