সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


দেশ-বিদেশের কারীদের তেলাওয়াতে মুখরিত ফেনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনীতে ৮ম আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে দেশ-বিদেশের কারীদের সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতে মুগ্ধ হয়েছেন হাজারো দর্শক-শ্রোতা।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত শহরের ঐতিহাসিক মিজান ময়দানে এ আয়োজন করা হয়।

সম্মেলনে সন্ধ্যা পর্যন্ত দেশি কারীদের উপস্থাপনা শেষে এশার নামাজের পর তেলাওয়াত করেন বিভিন্ন দেশ থেকে আসা কারীরা। 

তাদের মধ্যে ছিলেন- কারী সালমান হাবিব (পাকিস্তান), মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ্দুরুনকি (মিশর), রজাঈ আইয়ুব (তানজানিয়া), ফারদান আদম (আফ্রিকা), জিসান হানিফ (পাকিস্তান)। এছাড়া বাংলাদেশি কারীদের মধ্যে তিলাওয়াত করেন কারী আবদুর রহমান, আনোয়ার হোসেন, শায়খ আতাউল্লাহ আজাদী প্রমুখ। 

আন্তর্জাতিক কেরাত সংস্থা ফেনীর সভাপতি হাফেজ মুফতি আবদুল ফাত্তাহ বলেন, বিগত ৭ বছর ধরে ফেনীতে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও ফেনীবাসীকে মনোমুগ্ধকর একটি আয়োজন উপহার দিতে আমরা নিরলসভাবে কাজ করেছি। এ বড় আয়োজন সফল করতে নানা শ্রেণি-পেশার মানুষ সহযোগিতা করেছে। আগামীতেও এ ধারা অব্যাহত রাখার চেষ্টা থাকবে। 

সংস্থার ফেনী জেলা সভাপতি হাফেজ মুফতি আবদুল ফাত্তাহর সভাপতিত্বে উপদেষ্টা মুফতি আমিনুল ইহসান ও মাওলানা হাফেজ ওয়ালী উল্যাহর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দারুল উলুম আল হোসাইনিয়া ওলামা বাজার মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম আদীব।

বিশেষ অতিথি ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোন্দকার। সম্মেলনে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মুশফিক বিন জামাল, কাউসার বাঙালি, সানা উল্লাহ সাইমুম, মোহাম্মদ সাদ।

এ সময় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ