সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


চাটমোহরে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার ফৈলজানা ইউনিয়নের নেংড়ী কৃষ্ণ রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গভীর নলকূপের ড্রাইভার আব্দুল মোমিনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে বিলের মধ্যে ফেলে রাখা হয়। তিনি ওই গ্রামের মইজুদ্দিন খাঁর ছেলে।

জানা গেছে, নেংড়ী কৃষ্ণরামপুর এলাকায় কালীর বিলের মধ্যে চাষাবাদ করার জন্য প্রায় ২০ জন ব্যক্তি গভীর নলকূপ স্থাপন করেন। সেখানে ড্রাইভার হিসেবে ছিলেন আব্দুল মোমিন নামে এক ব্যক্তি। বুধবার রাতে সংঘবন্ধ চোরের দল ওই ড্রাইভারকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে জমির মধ্যে ফেলে রেখে ট্রান্সফরমার চুরি করে নিয়ে য়ায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মালিকরা। খবর পেয়ে বৃহম্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ