সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

যশোর মণিরামপুরে তাকওয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মামুন
মণিরামপুর প্রতিনিধি

যশোর মণিরামপুরে তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে বিভিন্ন ইউনিয়নে ১ হাজার ৫শত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব বস্ত্র বিতরণ করেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

তাকওয়া ফাউন্ডেশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসিম খান বলেন, করোনাকালিন সময়ে করোনা প্রজেটিভ লাশ দাফনের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়। অক্সিজেন সেবা, খাদ্য দ্রব্য বিতারণ, সহ নানা বিধি সেবা মূলক কার্যক্রম করে আসছি। সম্প্রতি শীত  মৌসুমে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নে মারকাযুল উলূম কওমি মাদরাসা মাঠে ১০০ কম্বল , খানপুর কলেজ মাঠে ৩০০ কম্বল, মণিরামপুর আলিয়া মাদরাসা মাঠে, ৩০০ কম্বোল, মশিহাটি ৪০০ পিস শীতবস্ত্র, হরিদাস কাটি ইউনিয়ন পরিষদ মাঠে ৩০০ পিস, উলামানগর মাদরাসা মাঠে ১০০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।

এছাড়াও মণিরামপুর বাজারে ২৫জন নৈশপ্রহরীর মাঝে জ্যাকেট বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব, মাদানী নগর মণিরামপুর মাদরাসার মুহতামিম মাওলানা রশীদ বিন ওয়াক্কাস সাহেব, মাওলানা ফজলে রাব্বী জুনায়েদ সাহেব -ঢাকা। মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ, মাওলানা হাসান আল মামুন, সাধারণ সম্পাদক নাসিম খান, অন্যতম সদস্য মাহমুদুল হাসান, সামছুজ্জামান, ইউছুপ হোসেন, মুহিব , সবুজ হোসেন, সাইফুল হোসেন, তালহা বিন রশীদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা আশরাফ ইয়াছিন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকের এই পথ চলা। সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন সব সময় পাশে থাকতে পারি।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ