সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

‘এতায়াতী জামাত কোন মহল্লায় প্রবেশ করতে পারবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ

কিশোরগঞ্জ শহর প্রতিনিধি:

টঙ্গী ইজতেমাহ ময়দানে এতায়াতী সন্ত্রাসী কতৃক নির্মমভাবে আক্রমণ ও শহীদ করার প্রতিবাদে নানশ্রী এলাকাবাসী, সাবেক ছাত্র ও আলেম ওলামাদের আয়োজনে আজ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন নানশ্রী নূরুসসুন্নাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়েখ ওয়ালী উল্লাহ সাহেব। এছাড়াও মাওলানা ওমর ফারুক হানাফী, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা আবুজর ,ডা: ইমদাদুল হক মিলন।

সভাপতির বক্তব্যে পরিত্রাণ ব্লাড এসোসিয়েশন  এর সম্পাদক ও বিক্ষোভ মিছিল বাস্তবায়ন কমিটির আহবায়ক এস এম কাউছার রহমান তার বক্তব্য বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবীসমূহ হলো

১) এতায়াতী সন্ত্রাসীদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

২) এতায়াতী জামাত কোন মহল্লায় প্রবেশ করতে পারবে না।

৩) হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

৪) সাদ সাহেবকে বাংলা জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

৫) খুনের শাস্তি সর্বোচ্চ ফাঁসির রায় কার্যকর করতে হবে।

মাওলানা শায়েখ ওয়ালী উল্লাহ সাহেব তার বক্তব্যে বলেন, টঙ্গী মাঠে চার জন শহীদ ও অনেকে আহত। আহত হয়েছেন আমাদের রুহুল আমিন ডিপ্লোমা স্যার। এটার সঠিক তদন্ত করে সঠিক বিচার ও সাদপন্থিদের আজীবনের নিষিদ্ধ ঘোষনা করতে হবে।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন: হাফেজ লুৎফর রহমান, জনাব রুহুল আমিন,সুমন মিছবাহ,সাকিব আল হাসান, সাব্বির অর্নব,আরাফাত আহমেদ, শীশ আহমেদ, আবু হানিফসহ নানশ্রী স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্রবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ