সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

নওগাঁয় ৫০ লেখকের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় স্থানীয় ৫০ জন লেখকের বই নিয়ে এই প্রথম দিনব্যাপী পথ বইমেলা শুরু হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে নওগাঁ শহরের মুক্তির মোড় জেলা পরিষদের পার্কের গেইটে মেলা শুরু হয়। নওগাঁ সাহিত্য পরিষদের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান।

এসময় কথা সাহিত্যিক বরেন্দ্র ফরিদের সভাপতিত্বে বক্তব্য দেন নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, সাহিত্যিক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আতাউল হক সিদ্দিকী, প্রফেসর শরিফুল ইসলাম খান, কবি ও প্রাবন্ধিক ড. ফাল্গুনী রানী চক্রবর্তী, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কায়েস উদ্দিন, কলামিস্ট এবিএম রফিকুল ইসলাম, বাচিকশিল্পী ও কথা সাহিত্যিক মাহফুজ ফারুক, লেখক আবুল হায়াত ইসমাইল, কথা সাহিত্যিক টগর মেহেদী, কথা সাহিত্যিক ও সম্পাদক হাবিব রতন, কবি ও সম্পাদক প্রত্যয় হামিদ, কবি অনিন্দ্য তুহিন, কবি রবিউল মাহমুদ, কবি রিমন মোরশেদ, কবি আসলাম হোসেন, কবি সোহাগ হোসেন, কবি এমএ মজিদ, সাপ্তাহিক প্রজন্মের আলোর সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী এবং সমাজসেবক তাসলিমা ফেরদৌসসহ অন্যরা।

মেলার আয়োজকরা জানান, বইমেলায় জেলার ৫০ জন লেখকের অন্তত তিন শতাধিক বই স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও শিশুদের বই। এসব বইয়ের মূল্য ১০০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে। বইমেলার উদ্যেশ্য হচ্ছে নতুন প্রজন্ম ও নওগাঁবাসীর কাছে নওগাঁর লেখকদের তুলে ধরা এবং পরিচিত বাড়ানো। সেই সাথে তরুন প্রজন্ম যারা মোবাইল ও সামাজিক বিভিন্ন মাধ্যমে যেভাবে আসক্ত হয়ে পড়েছে তা থেকে বেরিয়ে এসে লেখালেখি ও শিল্প সাহিত্যে প্রতি উদ্বৃদ্ধকরণের লক্ষ্যই এ মেলার মূল উদ্দেশ্য।

সাপ্তাহিক ছুটির  দিন হওয়ায় সকালে দর্শনার্থীদের তেমন ভিড় চোখে না পড়লেও বিকেলে ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল পার্ক গেটের দুই পাশ। দিনব্যপী ব্যতিক্রমী এই বই মেলায় সকল স্টলে শুধুমাত্র নওগাঁর লেখকদের বই বিক্রয় ও প্রদর্শিত হয়। যা সচরাচর বই মেলা থেকে একটু আলাদা। বিভিন্ন ধরনের বইয়ে ভিন্ন ভিন্ন বিষয় বস্তু তুলে ধরা হলেও অধিকাংশ লেখকের বইয়ে উঠে এসেছে নওগাঁর ইতিহাস ঐতিহ্য আর সম্ভাবনা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ